॥কাজী তানভীর মাহমুদ॥ বর্ষার ভরা মৌসুমে পদ্মা নদীতে প্রবল স্রোত থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল ব্যাহত হচ্ছে। পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ায় আসার সময় আগের তুলনায় দ্বিগুন সময় লাগছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এর ফলে দৌলতদিয়া ঘাট প্রান্তে সিরিয়ালে আটকা পড়েছে শত শত যানবাহন। এদের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই তুলনামূলকভাবে বেশী।
গতকাল ১২ই আগস্ট বিকালে দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা গেছে, প্রায় দুই শতাধিক যানবাহন সিরিয়ালে বসে অপেক্ষার প্রহর গুনছে। এর মধ্যে যশোর থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি ট্রাকের চালক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, সকাল থেকে সিরিয়ালে বসে আছি। কখন যে ফেরীর দেখা মিলবে জানি না। বরিশাল থেকে ঢাকাগামী বাসযাত্রী মোঃ সেকেন্দার আলী বলেন, দৌলতদিয়ায় সারা বছর ভোগান্তি লেগেই থাকে। যাত্রীরা খুব কষ্ট সহ্য করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। ফরিদপুর থেকে ঢাকাগামী বাসযাত্রী জাহিদুল ইসলাম বলেন, নদী পার হতে আগে যেখানে ৩০ মিনিট সময় লাগতো সেখানে এখন দেড় ঘন্টার বেশী সময় লাগছে।
ফেরী আমানত শাহ্’র মাস্টার জাহাঙ্গীর আলম জানান, নদীতে বর্তমানে প্রবল স্রোত। তাই নদী পার হতে আগের তুলনায় সময় বেশী লাগছে।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) মোঃ শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৮টি ফেরী আছে। এর মধ্যে ১৭টি ফেরী চলাচল করছে। যার মধ্যে ৮টি রো-রো, ২টি কে-টাইপ ও ৮টি ইউটিলিটি ফেরী। ঈদকে সামনে রেখে দ্রুত আরও ২টি ফেরী সংযুক্ত হওয়ার কথা রয়েছে। দৌলতদিয়ার ৬টি ফেরী ঘাটের মধ্যে বর্তমানে ৫টি ঘাট চালু আছে। নদীতে প্রবল স্রোতের কারণে পাটুরিয়া থেকে ফেরী ছেড়ে আসার সময় দ্বিগুন লাগছে। এতে ফেরীর ট্রিপ সংখ্যা কমে গেছে। ফলে দৌলতদিয়া ঘাট প্রান্তে যানবাহনের সিরিয়াল রয়েছে।