শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:২৮ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ড.কাজী মোতাহার হোসেন কলেজের অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুরে ঐতিহ্যবাহী ড.কাজী মোতাহার হোসেন কলেজের অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
গত ২১শে জানুয়ারী দুপুরে আনুষ্ঠানিকভাবে ড.কাজী মোতাহার হোসেন কলেজের অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর নাম ফলক উন্মোচন করেন ঢাকাস্থ ডিডিসি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী ও দাতা প্রকৌশলী একেএম রফিক উদ্দিন।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি ড.এম.এ মাজেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, ড. মোঃ সানাউল্লাহ. ড.নিহাল আহমেদ, হাবাসপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম মন্ডল, বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ ইমান আলী মাষ্টার, বাহাদুরপুর বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক, কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল আজিজ, কলেজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও কলেজের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর নাম ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ড. এম.এ মাজেদ।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে কলেজ চত্বরে ইন্ডিয়ান পানচাটিয়া জাতের ১টি ফুলের চারা রোপন করেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!