॥কালুখালী প্রতিনিধি॥ রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিমের পক্ষে গতকাল ৮ই আগস্ট বিকালে কালুখালীতে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা করেছে যুবলীগ ও ছাত্রলীগ।
কালুখালী উপজেলার ৭টি ইউনিয়ন থেকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মোটর সাইকেলযোগে উপজেলা পরিষদের সামনে এসে সমবেত হয়। এরপর বের করা হয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালুখালী বাজারস্থ সোনালী ব্যাংকের সামনে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
পথসভায় কালুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খাইরুল ইসলাম খায়ের, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মজনু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান নবাব, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ্ আজিজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি, যুগ্ম-আহ্বায়ক রাকিবুল ইসলাম লাবু ও সোহেল সোহেন মোল্লা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুমন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিল্লল হাকিমকে আগামী নির্বাচনেও বিজয়ী করার জন্য নৌকা প্রতীকে ভোট দেওয়ার এবং যুবলীগ-ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। এ সময় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা এমপি মোঃ জিল্লুল হাকিমের পক্ষে শ্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তোলে।