॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউপির স্বর্ণগড়া গ্রামের বাসিন্দা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমানের হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর আহত করার প্রতিবাদে গতকাল ৬ই আগস্ট সমাবেশ করেছে মুক্তিযোদ্ধারা।
সমাবেশ শেষে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি পেশ করা হয়।
জানাযায়, গত ১৯শে জুলাই জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে স্বর্ণগড়া গ্রামের গফুর মন্ডলের ছেলে ফারুক মন্ডল গংরা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর আহত করে। ঘটনার পরপরই আহত মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পরদিন ২০শে জুলাই ফারুক মন্ডল ও নূর আলীসহ ৩জনকে আসামী করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করা হয়।
পাংশা মডেল থানা পুলিশ আসামী ফারুক মন্ডল ও নূর আলীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। বিজ্ঞ আদালত থেকে ওই মামলার আসামীরা বর্তমানে জামিনে রয়েছেন।
এদিকে গতকাল সোমবার সকাল ১১টার দিকে পাংশা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশে রাজবাড়ী-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও পাংশা উপজেলা পরিষদের প্রাক্তণ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন মিয়া, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, পাংশা উপজেলা কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন বকুল বিশ্বাস ও পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব জহুরুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে মুক্তিযোদ্ধা অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস, মুক্তিযোদ্ধা সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মুন্সী, মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সসদ্য মোঃ আরিফুল ইসলামসহ পাংশা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে রাজবাড়ী-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও পাংশা উপজেলা পরিষদের প্রাক্তণ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন মিয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন।