রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান ও গণিত উৎসব - দৈনিক মাতৃকণ্ঠ
শনিবার, ০৩ মে ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান ও গণিত উৎসব

  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে গতকাল ২২শে জানুয়ারী দিনব্যাপী বিজ্ঞান ও গণিত উৎসব বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ মানোয়ার হোসেন মোল্লা।
রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, বিশিষ্ট লেখক ও গবেষক প্রফেসর মতিয়র রহমান, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল, রাজবাড়ী সরকারী কলেজের প্রভাষক অদ্বৈত কুমার দাস, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকতার হোসেন মিয়া, বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক প্রাণ কৃষ্ণ দাস এবং মেলায় অংশগ্রহণকারী গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বব্যালয়ের ছাত্র দেবাশীষ রায়।
এ সময় রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদা খানমসহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকগণ, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তাগণ বিজ্ঞান ও গণিতের বিভিন্ন সময়ের ইতিহাস তুলে ধরে তার আলোকে বর্তমান সময়ের প্রযুক্তি নির্ভর বিশ্ব প্রতিযোগিতায় এদেশের ক্ষুদে বিজ্ঞানীদের উপযুক্ত করে গড়ে তোলার আহবান জানান।
এছাড়াও বাংলাদেশকে বিশ্ব দরবারে বিজ্ঞান ও গণিতে নিজেদের উন্নত অগ্রগামী দেশের কাতারে প্রতিষ্ঠা করার লক্ষ্যে নতুন নতুন আবিষ্কারে নিজেদের মেধা, শ্রম ও সাধনা কাজে লাগানোর মাধ্যমে এর ব্যাপক চর্চার উপর গুরুত্ব আরোপ করেন।
বক্তব্য পর্ব শেষে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ মানোয়ার হোসেন মোল্লা দিনব্যাপী বিজ্ঞান ও গণিত উৎসবের উদ্বোধন ঘোষণা করেন এবং অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন বৈজ্ঞানিক ক্ষুদ্র আবিষ্কারের স্টলগুলো পরিদর্শন করেন।
রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি পার্শ¦বর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বব্যালয়ের ছাত্রদের একটি স্টলসহ মোট ৫০টি স্টল উৎসবে অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!