॥রঘুনন্দন সিকদার॥ “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা-ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা।
গতকাল ৫ই আগস্ট বিকাল ৩টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তায়েব উর রহমান আশিকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, সাধারণ সম্পাদক সামছুল আলম সূফী, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমতিয়াজ আলম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাত্তার মোল্লা।
আলোচনার শেষে প্রধান অতিথি মোঃ জিল্লুল হাকিম আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেন। এরপর প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ মেলার স্টলগুলো পরিদর্শন করেন।