॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২২শে জানুয়ারী বেলা সাড়ে ১১টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা রাজস্ব সম্মেলন ও এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভাসহ মোট ৭টি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক জিনাত আরা’র সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আশরাফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)গণ, কালেক্টরেটের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবগণ এবং বিভিন্ন এনজিও’র প্রতিনিধিগণসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভাগুলেতে ভূ-সম্পত্তি জবর দখল, সরকারী স্বার্থ সংশ্লিষ্ট মামলা, রাজস্ব আদায়, নদী রক্ষা, কৃষি খাস জমি বন্দোবস্ত, আশ্রয়ণ প্রকল্প, জেলার এনজিও সংক্রান্ত বিভিন্ন বিষয় ও ভিক্ষুকমুক্ত রাজবাড়ী জেলা গঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
যে সব সরকারী বিভাগ বিভিন্ন জেলা কমিটির সদস্য থাকা সত্ত্বেও সভায় অংশগ্রহণ করেনা বা তাদের কর্মকান্ডের কোন বিবরণ প্রদান করে না সভাগুলো থেকে সেই সব বিভাগের প্রতি অসন্তোষ প্রকাশ করা হয়।