শনিবার, ০৩ মে ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ইসলামপুরে পানি উন্নয়ন বোর্ডের জমি উদ্ধারকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ৪ আগস্ট, ২০১৮

॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের নারায়ণপুরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কর্তৃক পানি উন্নয়ন বোর্ডের ১৫ শতাংশ জমি উদ্ধারকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উচ্ছেদকৃতদের পক্ষে গত ২রা আগস্ট দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারী বাসভবনে আয়োজিত প্রথম সাংবাদিক সম্মেলনে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তায়েব-উর রহমান আশিকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করা হয়।
সাংবাদিক সম্মেলনে ওই জায়দা দখলে থাকা মালেক শেখ, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বশির আহমেদ মিনু, সিনিয়র সহ-সভাপতি নওশের মন্ডল, সাধারণ সম্পাদক ফারুক মন্ডল, নারায়ণপুর দুর্গাপূজা কমিটি ও সনাতন সংঘের সভাপতি অপূর্ব সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনের শেষে সহকারী কমিশনার (ভূমি)’র বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
অপরদিকে পানি উন্নয়ন বোর্ডের ১৫ শতাংশ উদ্ধারকৃত জমি শ্মশানের জায়গা হিসেবে দাবী করে এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে গতকাল ৩রা আগস্ট দুপুরে বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবে আরেকটি সাংবাদিক সম্মেলন করা হয়।
সাংবাদিক সম্মেলনে মামলা দায়েরের ঘটনাটিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা হিসেবে উল্লেখ করে নারায়ণপুর মহাশ্মশান কমিটির সভাপতি সুনীল কুমার ঘোষ বলেন, গত ৩১শে জুলাই স্থানীয় প্রশাসন নারায়ণপুর মহাশ্মশানের জবর দখলকৃত ১৫ শতাংশ জমির উপর নির্মিত অবৈধ দোকান ঘর উচ্ছেদ করেন। এ ঘটনায় খালেক শেখ নামের একজন বাদী হয়ে গত বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতে আমাদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা এলাকায় শান্তি চাই। আমরা যাতে মহাশ্মশান ঘাটটি স্থায়ীভাবে ব্যবহার করতে পারি এবং আমাদের নামে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তা থেকে অব্যাহতির দাবি জানাচ্ছি।
এ সময় নারায়ণপুর মহাশশ্মান কমিটির সাধারণ সম্পাদক মৃণাল কান্তি শিকদার, বিজন কুমার শিকদার, অলোক কুমার সরকার, বিকাশ শর্মা স্বপন কুমার শিকদার, অশোক শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!