॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ২রা আগস্ট রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টের ৫জন আসামীকে গ্রেফতার করেছে।
জানাযায়, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বে এস.আই আজাহার, এস.আই মুকুল মোল্লা, এএসআই মাসুদুল ইসলাম ও এএসআই আবু বকর সিদ্দিকসহ সঙ্গীয় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সরিষা ইউপির সরিষা গ্রামের মুরাদ হোসেন, হাবাসপুরের চান্দু প্রামানিক, মাগুড়াডাঙ্গীর মিন্টু শেখ, সাজুরিয়ার নজরুল ইসলাম ও সুজানগর গ্রামের রফিকুল ইসলামকে গ্রেফতার করে।
এদের মধ্যে হাবাসপুরের চান্দু প্রামানিক ডাকাতিসহ ১টি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। অন্যরা পৃথক জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। ধৃত আসামীদের গতকাল ৩রা আগস্ট দুপুরে রাজবাড়ী জেল হাজতে প্রেরণ করা হয়।
একই সাথে পাংশা মডেল থানা পুলিশ মৌরাট ইউপির জাগির মালঞ্চি গ্রামের হত্যা মামলার ১দিনের রিমান্ডের আসামী সাঈদ মৃধাকেও জেল হাজতে প্রেরণ করে।