॥কালুখালী প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২রা আগস্ট বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তন্ময় চক্রবতী শম্ভু, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্লা ও রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, মাঝবাড়ী ইউপির চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম, কালিকাপুর ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, মদাপুর ইউপির চেয়ারম্যান আবুল কালাম মৃধা, বোয়ালিয়া ইউপির চেয়ারম্যান হালিমা বেগম, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌলনী অধিদপ্তর মাসুদ রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রশিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামছুল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, এ বছর যথাযথ মর্যাদায় জাতির পিতার ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হবে। আগামী ৭ই আগস্ট উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত বক্তৃতা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং ৮ই আগস্ট ইউনিয়ন পর্যায় থেকে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।