॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স(সিনিয়র ব্রাদার) মোঃ আব্দুর রাজ্জাক(৪৭) মারা গেছেন। জ্বর ও শ^াসকষ্ট রোগে আক্রান্ত হয়ে গতকাল ১লা আগস্ট সকাল ৭টা ৪৫মিনিটে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আঃ রাজ্জাক দুই কন্যা সন্তানের জনক ছিলেন।
তিনি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের নয়নদিয়া গ্রামের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ রমজান আলী শেখের ছেলে।
মৃত রাজ্জাকের পিতা মোঃ রমজান আলী শেখ জানান, তার ছেলে আঃ রাজ্জাক কয়েক জ্বর ও শ^াসকষ্ট রোগে কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল ১লা আগস্ট সকালে সে মারা যায়।
সিনিয়র স্টাফ নার্স(সিনিয়র ব্রাদার) মোঃ আব্দুর রাজ্জাক অকাল মৃত্যুতে সিভিল সার্জন ডাঃ আঃ রহিম বকসসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ গভীর শোক প্রকাশ করেছেন।
গতকাল বুধবার দুপুর ২টায় তার প্রথম নামাজে জানাযা রাজবাড়ী সদর হাসপাতালে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। জানাযাতে জেলা প্রশাসক মোঃ শওকত আলী, সিভিল সার্জন ডাঃ আঃ রহিম বকস, সদর উপজেলা পরিষদের চেয়্যারম্যান এডঃ এম.এ খালেক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান প্রমুখ অংশ গ্রহণ করেন।
এছাড়াও তার দ্বিতীয় জানাজা বিকেল সাড়ে ৫টায় নয়নদিয়া মধ্যপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে রাজবাড়ী পৌরসভার ভবানীপুর ২নং কবরস্থানে তাকে দাফন করা হয়।