॥আবুল হোসেন॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন ডেন্টাল ইউনিট চালু হয়েছে। গতকাল ২৯শে জুলাই দুপুরে শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী ফিতা কেটে এ ডেন্টাল ইউনিটের উদ্বোধন করেন।
এ সময় সিভিল সার্জন আব্দুর রহিম বক্স, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা শফিউল আজম শুভ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন ও গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেন, বর্তমান সরকার সকল ক্ষেত্রে সমান ভাবে উন্নয়ন করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এ অঞ্চলের মানুষের দাঁতের সঠিক চিকিৎসার জন্য আজকে আধুনিক ডেন্টাল ইউনিটের উদ্বোধন করা হলো। এ সময় তিনি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।