॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী ডিবি’র একটি দল গতকাল ২৮শে জুলাই বেলা সাড়ে ৩টার দিকে বিনোদপুর লোকব্রীজ এলাকা থেকে ৬৭পিস ইয়াবাসহ বিক্রেতা বিল্লাল সরদার (৪৭)কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত বিল্লাল সরদার রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের(উড়াকান্দা বাজার সংলগ্ন) মৃত ছবেদ সরদারের ছেলে। ডিবির অভিযানকালে লোকমান সরদার(৩৮) নামের বিল্লালের এক সহযোগী পালিয়ে যায়। সে গোপালবাড়ী গ্রামের (ক্লিনিকের পাশে) মৃত পরান সরদারের ছেলে।
রাজবাড়ী ডিবি সুত্র জানায়, গ্রেফতারকৃত বিল্লাল সরদার এবং পলাতক লোকমান সরদার লোকসেড থেকে ইয়াবাগুলো কিনে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে এ সংবাদ পেয়ে অভিযান চালিয়ে লোকব্রিজ সংলগ্ন দাদশী রোডের তেমাথা নামক স্থানের জনৈক চঞ্চল সরদারের মুদী দোকানের সামনে থেকে বিল্লাল সরদারকে আটক করা হয়।
এ ঘটনায় অভিযানে অংশ নেয়া ডিবির এস.আই সোলাইমান কাজী বাদী হয়ে গ্রেফতারকৃত ও পলাতক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৬.৭ গ্রাম, যার আনুমানিক মূল্য ২০হাজার ১শত টাকা বলে জানাগেছে।