শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে নবগঠিত নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের কার্যক্রম উদ্বোধন

  • আপডেট সময় শনিবার, ২৮ জুলাই, ২০১৮

॥সুশীল দাস॥ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ২৭শে জুলাই বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবগঠিত ‘নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন’-এর কার্যক্রম উদ্বোধন করেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান সাগুফতা সুলতানার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) রেজাউল করিম, ক্ষুদ্র ও মাঝারী শিল্প ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক মামুনুর রহমান, রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক জাকির হোসেন এবং জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান রেজাউর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন স্কুল শিক্ষিকা চায়না সাহা।
এ সময় শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা ও এপিএস কানিজ ফাতেমা চৈতীসহ আমন্ত্রিত অতিথিগণ, নতুন প্রজন্ম উদ্যোক্তা ফাউন্ডেশনের কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ, ফাউন্ডেশনের দেয়া বিউটিফিকেশন এন্ড পার্লার ব্যবস্থাপনা প্রশিক্ষণে গ্রহণকারীগণ, স্থানীয় নারী উদ্যোক্তাগণ এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩টি কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, সবাইকে চাকুরীর পিছনে ছুটলে হবে না। কারণ চাকুরীর পরিসর খুব সীমিত। এ জন্য উদ্যোক্তা হতে হবে। প্রশিক্ষিত উদ্যোক্তা তৈরী করতে হবে। নতুন প্রজন্ম উদ্যোক্তা হিসেবে এলে তাদের উদ্ভাবনী মেধা দিয়ে ভালো করতে পারবে। এতে দেশ ও জাতি উপকৃত হবে। সরকারও প্রশিক্ষণ প্রদানসহ নানাভাবে উদ্যোক্তাদের সহযোগিতা করছে।
তিনি আরও বলেন, অনেক আগেই শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে অনুরোধ জানিয়ে বলেছিলাম দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অন্তত ৮ম/৯ম শ্রেণী থেকে হলেও দু’একটি করে কারিগরি ট্রেড চালু করার জন্য। আল্লাহ্র রহমতে এখন সেই দপ্তরের দায়িত্বই আমাকে দেয়া হয়েছে। আমি কারিগরি শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে কাজ করছি। নতুন প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে পারলে বেকারত্বের অভিশাপ দূর করা সম্ভব হবে। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি নতুন উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের সফলতা কামনা করেন এবং বিসিক শিল্প নগরীতে জমি বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে তাদেরকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে নতুন উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আখতার ফার্নিচার লিঃ এর চেয়ারম্যান কে.এম আখতারুজ্জামান এবং ফ্যাশন হাউজ(হ্যান্ডিক্র্যাফট) বিবিআনা’র সত্ত্বাধিকারী লিপি খন্দকারকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। তাদের মধ্যে কে.এম আখতারুজ্জামান উপস্থিত না থাকায় তার পক্ষে ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য সোহেল শরীফ ক্রেস্ট গ্রহণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে ফাউন্ডেশনের দেয়া বিউটিফিকেশন এন্ড পার্লার ব্যবস্থাপনা প্রশিক্ষণে গ্রহণকারী ৩০জনকে সনদ এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩টি কলেজের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
শেষে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী অন্যান্য অতিথিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ‘নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন’ এর কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় তিনি ২টি গানও পরিবেশন করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!