রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

নির্বাচনে জয়ী হওয়ায় ইমরান খানকে তার ক্রিকেট সতীর্থ ও প্রতিপক্ষদের অভিনন্দন

  • আপডেট সময় শনিবার, ২৮ জুলাই, ২০১৮
Cricket star-turned-politician Imran Khan, chairman of Pakistan Tehreek-e-Insaf (PTI), gives a speech as he declares victory in the general election in Islamabad, Pakistan, in this still image from a July 26, 2018 handout video by PTI. PTI handout/via REUTERS TV ATTENTION EDITORS - THIS PICTURE WAS PROVIDED BY A THIRD PARTY. NO RESALES. NO ARCHIVE.

পাকিস্তানের জাতীয় নির্বাচনে সর্বাধিক আসনে জয় লাভ করায় সাবেক ক্রিকেটার ইমরান খানকে অভিনন্দন জানিয়েছেন তার সতীর্থ ও প্রতিপক্ষ দলের ক্রিকেটাররা।
ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইসলাম(পিটিআই) সর্বাধিক আসন লাভ করেছে বলে গতকাল ২৭শে জুলাই আনুষ্ঠানিক ঘোষণা দেয় দেশটির নির্বাচন কমিশন।
নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ’কে (পিএমএল-এন) পেছনে ফেলে সর্বাধিক আসন লাভ করলেও সরকার গঠনের জন্য একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি পিটিআই। যে কারণে সরকার গঠন করতে হলে তাকে অন্য দলের সঙ্গে কোয়লিশন করতে হবে।
টুইটারের মাধ্যমে অভিনন্দন বার্তায় পাকিস্তানের সাবেক বোলার ওয়াসিম আকরাম বলেন, ‘আমাদের দেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন।’ ইমরান খানের নেতৃত্বে ১৯৯২ সালে পাকিস্তান ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন আকরাম। যিনি ৬৫ বছর বয়সী ইমরান খানের দলকে অন্তরালে থেকে সমর্থন যুগিয়েছেন।
টুইটবার্তায় আকরাম আরো লিখেছেন, ‘আপনার নেতৃত্বেই পাকিস্তান ১৯৯২ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। আপনার নেতৃত্বেই আমরা অসাধারণ একটি গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হব।’
আকরামের নতুন বলের পার্টনার ওয়াকার ইউনুস ইমরান খানের নির্বাচন পরবর্তী বক্তৃতার প্রশংসা করে টুইট বার্তায় লিখেছেন, ‘অসাধারণ এক নেতার ‘বিশেষ’ বক্তৃতা ছিল এটি। খুবই সাদামাটা, সৎ, বাস্তবধর্মী। এমন একজন মেন্টরের ছাত্র হতে পেরে আমি গর্ব অনুভব করেছি। অভিনন্দন নেতা।’
বিশ্বকাপ শিরোপা জয়ী পাকিস্তান ক্রিকেট দলের আরেক সদস্য রমিজ রাজা সর্বকালের অল রাউন্ডারদের একজন ইমরান খানের প্রশংসা করে নিজের টুইটার বার্তায় লিখেছেন, ‘ইমরান খানের চেয়ে বড় নেতার উদাহারণ আর কেই বা হতে পারেন। তিনি আগে যেমন বিশ্বের সুপার স্টার ছিলেন, তেমনি ২২ বছর ধরে লক্ষ্য অর্জনের জন্য কাজ করে ফের নিজ লক্ষ্যে পৌঁছেছেন। তিনি বিশেষ কিছু এবং তাকে আমাদের প্রধানমন্ত্রী হিসেবে পেয়ে গর্ববোধ করছি।’
নির্বাচনের পরপর নিজের প্রথম বক্তব্যে ইমরান খান চির প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের যে কথা বলেছেন তাও প্রশংসিত হয়েছে দেশের সীমানার বাইরে। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাকানো ভারতের সাবেক ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জেরেকার তার টুইট বার্তায় লিখেছেন, ‘অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছি আমার ক্রিকেটীয় হিরো ইমরান খানকে।’
ভারতের সাবেক অল রাউন্ডার কাপিল দেব বলেছেন, ‘আমার একজন পরিচিত ব্যক্তি এবং একজন ক্রিকেটার পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে দেখে দারুন লাগছে।’
ইমরানকে অভিনন্দন জানিয়েছেন দেশটির বর্তমান ক্রিকেটার মোহাম্মদ আমির ও মোহাম্মদ হাফিজ। টুইটারে আমির লিখেছেন, ‘অভিনন্দন ইমরান খান ও পিটিআইকে। আশা করছি আপনি এবং আপনার দল পাকিস্তানের জন্য সেরাটাই করবেন।’ হাফিজ লিখেছেন, ‘মাশা আল্লাহ, ইমরান খানের পিটিআই আরো একবার করে দেখাল। দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করেছে। দৃঢ়চেতা একজন ব্যক্তি।’ সুত্র-বাসস/পিটিআই।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!