বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ কেরামত আলীর ইন্তেকাল

  • আপডেট সময় বুধবার, ২৫ জুলাই, ২০১৮

॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ কেরামত আলী(৭০) আর নেই।
গত ২৩শে জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসর শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বিকাল ৫টা ৫০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রফেসর কেরামত আলীর মৃত্যুতে জেলার শিক্ষক ও সুশীল সমাজে নেমে এসেছে শোকের ছায়া। অনেকে ফেসবুকে তার রূহের মাগফিরাত কামনা করে স্ট্যাটাস দিয়েছেন।
রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার সম্পাদক খোন্দকার আব্দুল মতিন এবং জেলা টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
রাজবাড়ী সরকারী কলেজের সিনিয়র রোভার মেট গোলাম রব্বানী বলেন, আমরা শ্রদ্ধেয় প্রফেসর কেরামত আলী স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ্ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। স্যারের কিছু কথা হৃদয় স্পর্শ করে বেজে উঠছে।
রাজবাড়ী সরকারী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সরোয়ার মোর্শেদ স্বপন বলেন, কলেজের প্রাক্তন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর কেরামত আলী স্যারের মৃত্যুতে কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা শোকাহত। স্যারকে হারিয়ে আমরা একজন অভিভাবককে হারালাম। দোয়া করি আল্লাহ্ যেন স্যারকে বেহেশতবাসী করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!