॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশায় গতকাল ২২শে জুলাই বিকেলে উল্টো রথযাত্রার মাধ্যমে ৯দিন ব্যাপী রথযাত্রা উৎসব-২০১৮ সমাপ্ত হয়েছে। এ উপলক্ষ্যে ব্যানার ও বাদ্যযন্ত্রসহকারে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জানাযায়, পাংশা পুরাতন বাজারস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ ও শিব মন্দির প্রাঙ্গন থেকে শোভাযাত্রা সহকারে উল্টো রথযাত্রা শুরু হয়ে পাংশা আদি মহাশ্মশান চত্বরে গিয়ে শেষ হয়। পাংশা আদি মহাশ্মশানের নাটমন্দিরে সমাপনী অনুষ্ঠানে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দাস সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ।
অনুষ্ঠানে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার কুন্ডু প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, পাংশা স্টেশন বাজার মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম বসাক, আইডিয়াল গার্ল কলেজের প্রভাষক লিটন কুমার বিশ্বাস, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, শ্রীকৃষ্ণ সেবাসংঘ, শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রম, শ্রী শ্রী রাঁধা গোবিন্দ মন্দির ও পাংশা আদি মহাশ্মশান কমিটির নেতৃবৃন্দসহ সনাতন হিন্দু ধর্মের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।