॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বে থানা পুলিশ গত ১০ই জুলাই রাতে পৃথক অভিযান চালিয়ে মাদক বিক্রেতা ও হত্যা মামলার আসামীসহ ৭জনকে গ্রেফতার করেছে।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই নুরুল আমীন, এস.আই মোঃ রইজুল, এএসআই আব্দুস সাত্তার, এএসআই মাসুদুল ইসলাম ও এসআই মোঃ মুকুল মোল্লাসহ সঙ্গীয় পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৯পিস ইয়াবাসহ মৈত্রিডাঙ্গী গ্রামের মৃত জুলমত আলীর ছেলে বাবু মন্ডল, সাড়ে ৩শত গ্রাম গাঁজাসহ নাদুরিয়া গ্রামের রাজ্জাক মন্ডলের ছেলে অসীম মন্ডল, ২শত গ্রাম গাঁজাসহ বিশয় সাওরাইল গ্রামের কোকন মোল্লার ছেলে ইমান আলী, ৫পিস ইয়াবাসহ বিত্তিডাঙ্গা গ্রামের জুলমত সরদারের ছেলে বরকত সরদার, ৯পিস ইয়াবাসহ দুর্শন্দিয়া গ্রামের জিল্লু সরদারের ছেলে জাহিদ হাসান বাবু, ৫পিস ইয়াবাসহ বাঘারচর গ্রামের মুকুল হোসেনের ছেলে শিমুল পারভেজ ও ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী চৈত্রগ্রামের সামসুল হকের ছেলে আরজ আলী শেখকে গ্রেফতার করে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে নানা অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ধৃত বাবু মন্ডল, অসীম মন্ডল, ইমান আলী, বরকত সরদার, জাহিদ হাসান বাবু ও শিমুল পারভেজের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত ঃ পাংশা মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে মোঃ আহসান উল্লাহ গত ১৭ই মে যোগদানের পর থেকে মাদকের সাথে জড়িত ও দুর্বৃত্তদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রেখেছেন। ইতিমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মাদক বিক্রেতাদের গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ প্রবণতার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেফতার করেছেন। এতে এলাকার শান্তিপ্রিয় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।