॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা গতকাল ১০ই জুলাই সকাল ১০টায় প্রথমে পুলিশ লাইন্সের ড্রিলশেড ও পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভা দুটিতে সভাপতিত্বে করেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা। সভায় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ রেজাউল করিম,পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(সদর) মোঃ আসাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুর করিম, রাজবাড়ী থানার ওসি মোঃ তারিক কামাল, পাংশা থানার ওসি মোঃ আহসান উল্লাহ, কালুখালী থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, রাজবাড়ী ডিবির ওসি মোঃ কামাল হোসেন ভুঁইয়াসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় কর্তব্যরত অবস্থায় নিহত কনস্টেবল আলমগীর আলমের পরিবারের হাতে পেনশনের চেক এবং ভালো কাজ করার জন্য জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মোঃ জিয়ারুল ইসলাম, রাজবাড়ী থানার এস.আই বদিয়ার রহিমান, জেলা গোয়েন্দা শাখার এস.আই জাহাঙ্গীর মাতব্বর ও রাজবাড়ী থানার এএসআই নূর ইসলামসহ ৬জনকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতারসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করে।