॥পাংশা প্রতিনিধি॥ পাংশা শহরের নারায়নপুর টিএন্ডটিপাড়া এলাকায় হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান মামুন খানের বাড়ী থেকে গত ৫ই জুলাই গভীর রাতে কলাপসিবল গেটের তালা ভেঙ্গে দুইটি মোটর সাইকেল চুরি হয়েছে। চুরি যাওয়া দু’টি মোটর সাইকেলের মধ্যে ১টি মামুন খানের নিজের অপরটি তার বাড়ীর ভাড়াটিয়া মোঃ রফিকের।
মামুন খান জানান, গত ৫ই জুলাই গভীর রাতে কে বা কাহারা তার তিনতলা বাড়ীর নিচতলার কলাপসিবল গেটের দুটি তালা ভেঙ্গে দুইটি মোটর সাইকেল চুরি করে নেয়। গতকাল শুক্রবার সকালে মোটর সাইকেল চুরির ঘটনাটি জানাজানি হয়। খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ খবর লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।