শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

আজ রাজবাড়ীতে ৩দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হচ্ছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭

॥স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহায়তায় রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আজ ১৯শে জানুয়ারী থেকে ২১শে জানুয়ারী পর্যন্ত ৩দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে।
আজ ১৯শে জানুয়ারী বিকাল ৩টায় শোভাযাত্রা ও মেলা উদ্বোধন, সোয়া ৪টায় রাজবাড়ী জেলা ব্র্যান্ডিং বিষয়ক সেমিনার ও সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ২০শে জানুয়ারী সকাল সাড়ে ৯টায় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, বিকাল ৩টায় স্টলে সেবাসমূহ উপস্থাপন, তাৎক্ষণিক পরামর্শ ও সেবা প্রদান, সোয়া ৩টায় বিতর্ক প্রতিযোগিতা, সোয়া ৪টায় সেমিনার ও সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২১শে জানুয়ারী সকাল ১০টায় মাদক বিরোধী সাইকেল র‌্যালী, সকাল ১১টায় স্টলে সেবাসমূহ উপস্থাপন, তাৎক্ষণিক পরামর্শ ও সেবা প্রদান, বিকেল সোয়া ৪টায় সমাপন অনুষ্ঠান, আলোচনা, কুইজ ও পুরস্কার বিতরণ, সন্ধ্যা ৬টায় সাংষ্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৮টায় আতশবাজী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। মেলার মিডিয়া পার্টনার দৈনিক মাতৃকন্ঠ।
মেলায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সম্মানিত অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম এবং বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার এবং পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা উপস্থিত থাকবেন। মেলার সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক জিনাত আরা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!