বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় নবায়নযোগ্য জ্বালানী ও জ্বালানী সংরক্ষণ’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল ২রা জুলাই দুপুরে বিদ্যুৎ সরবরাহের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের উদ্যোগে নবায়নযোগ্য জ্বালানী, জ্বালানী দক্ষতা ও জ্বালানী সংরক্ষণ বিষয়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ওজোপাডিকো লিঃ-এর পাংশার আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী পরিমল কুমার বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম।
তিনি বলেন, বিদ্যুৎ আমাদের প্রাত্যহিক জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও বিদ্যুতের ব্যাপক গুরুত্ব রয়েছে। সামান্য সময়ের জন্য বিদ্যুৎ না থাকলেই এর প্রভাব পড়ে। তিনি বলেন, বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন। বিদু্যুতের উৎপাদন বৃদ্ধি করেছেন। বিদ্যুতের ব্যবহার সম্পর্কে জনসাধারণের সচেতনতার গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ শিব শঙ্কর চক্রবর্তী ও পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাশেদা খাতুন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশার বিদ্যুত সরবরাহ ওজোপাডিকো’র লাইনম্যান-বি মুক্তিযোদ্ধা মাহমুদ হোসেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে পাংশা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা ওজোপাডিকো’র উপ-সহকারী প্রকৌশলী-১ মোঃ হুমায়ুন কবির, উপ-সহকারী প্রকৌশলী-২ মোঃ মেহেদী হাসান, কাজী আব্দুল মাজেদ একাডেমীর ক্রীড়া শিক্ষক মোঃ ফিরোজ হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
জানাযায়, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ১০জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় পাংশা সরকারী কলেজের দ্বাদশ শ্রেণির অর্ণব সাহা প্রথম স্থান, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির রিশিতা রেজাউল দ্বিতীয় স্থান ও এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের ১০ম শ্রেণির সাদিয়া ইসলাম তৃতীয় স্থান অর্জন করে। বিজয়ীদেরসহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও বই উপহার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!