॥স্টাফ রিপোর্টার॥ চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণকারী রাজবাড়ী জেলার বিভিন্ন দপ্তরের ৩জন কর্মকর্তা-কর্মচারীর পরিবারের মধ্যে গতকাল ১লা জুন রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ১৮ লক্ষ টাকার সরকারী অনুদানের চেক হস্তান্তর করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ছাদেকুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান চাকুরীরত অবস্থায় গত ০৭/০১/২০১৫ইং তারিখে মৃত্যুবরণ করায় তার স্ত্রী নাছিমা বেগমকে বেসামরিক প্রশাসনে চাকুরীরত অবস্থায় সরকারী কর্মকর্তা/কর্মচারী মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত কারণে আর্থিক অনুদান প্রদান নীতিমালা, ২০১৩ অনুযায়ী আর্থিক অনুদান প্রদানের জন্য জেলা প্রশাসক মোঃ শওকত আলী তার কার্যালয়ের গত ০৬/১২/২০১৭ইং তারিখের ৮৮০ নং স্মারকে প্রেরিত পত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর সুপারিশপত্র প্রেরণ করেন। এ প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২০শে জুন তারিখে ৫লক্ষ টাকা আর্থিক অনুদান বরাদ্দ করে জেলা প্রশাসককে চেক বিতরণ করার জন্য বলা হয়।
অপরদিকে, রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ওয়াহিদুল ইসলাম মোল্লা চাকুরীরত অবস্থায় গত ০২/১০/২০১৭ইং তারিখে মৃত্যুবরণ করায় তার স্ত্রী মোছাঃ নিলুফা ইয়াসমিনকে এবং কালুখালী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের নলকূপ মেকানিক মোঃ রাকিবুজ্জামান গত ২২/০৪/২০১৪ইং তারিখে চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণ করায় তার স্ত্রী মোছাঃ রোকেয়া বেগমকে একই নীতিমালা অনুযায়ী আর্থিক অনুদান প্রদানের জন্য জেলা প্রশাসক তার কার্যালয়ের গত ১৪/০১/২০১৮ইং তারিখের ৪৩নং স্মারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর সুপারিশপত্র প্রেরণ করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৫শে জুন তারিখে মোছাঃ নিলুফার ইয়াসমিনের অনুকূলে ৮লক্ষ টাকা এবং মোছাঃ রোকেয়া বেগমের অনুকূলে ৫ লক্ষ টাকা আর্থিক অনুদান বরাদ্দ করে জেলা প্রশাসককে চেক বিতরণ করার জন্য বলা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বরাদ্দ আদেশ প্রাপ্তির পর জেলা প্রশাসক মোঃ শওকত আলী তার কার্যালয়ের একজন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখায় প্রেরণ করে চেকসমূহ সংগ্রহ করে আনেন।
পরবর্তীতে গতকাল ১লা জুলাই অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় জেলা প্রশাসক মোঃ শওকত আলী সরকারভাবে প্রদত্ত এ অনুদানের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য অনুদানপ্রাপ্তদের পরামর্শ দেন।