॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা শহরের ঐতিহ্যবাহী কাজী আব্দুল মাজেদ একাডেমীতে গতকাল ৩০শে জুন প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষাক্রম বিস্তরণ ও বাস্তবায়ন বিষয়ে সপ্তাহব্যাপী ইনহাউজ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদত আলীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার বক্তব্য রাখেন। প্রশিক্ষণের মূল্যায়নমূলক বক্তব্য দেন সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মনজুর রহমান।
প্রধান অতিথি রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান কাজী আব্দুল মাজেদ একাডেমীতে শিক্ষাক্রম বিস্তরণ ও বাস্তবায়ন বিষয়ে ইনহাউজ প্রশিক্ষণ কার্যক্রমকে প্রশংসনীয় উদ্যোগ বলে অভিমত ব্যক্ত করেন।
তিনি বলেন, প্রধান শিক্ষকের সাথে সহকারী শিক্ষকদের সুস্পর্ক ও সহযোগিতার মনোভাব থাকতে হবে। ছাত্র-ছাত্রীদেরকে সন্তানসম ভেবে পাঠদান করতে হবে। তারা যেন মাদকাসক্ত না হয় সেজন্য শিক্ষক ও অভিভাবকদের খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদের মাঝে আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন জাগাতে হবে। এ জন্য সমন্বিত প্রচেষ্টার গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম, কাজী আব্দুল মাজেদ একাডেমী পরিচালনা কমিটির উপদেষ্টা কাজী আসকার দানীয়েল সীপার ও সদস্য খোন্দকার আলিমুজ্জামান আলমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন ক্রীড়া শিক্ষক মোঃ ফিরোজ হোসেন।
এরআগে রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়, উদয়পুর উচ্চ বিদ্যালয় ও পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।