শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭

॥কবির হোসেন॥ রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে গতকাল ১৭ই জানুয়ারী সকাল ১০টায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক(অতিরিক্ত জেলা প্রশাসক,শিক্ষা ও আইসিটি) মোঃ মানোয়ার হোসেন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান এবং সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ গাজী শফিউল আজম। বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদ্যুৎ কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কয়েকজন অভিভাবক বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ মানোয়ার হোসেন মোল্লা বলেন, বড়দের সম্মান করা, শ্রদ্ধা করার ক্ষেত্রে সন্তানেরা যাতে এগিয়ে যেতে পারে সে ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে। দেশে জনসংখ্যা বেশী, তাই রোগ-ব্যাধিও বেশী। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে সন্তানদের সংক্রামক রোগ থেকে দূরে রাখতে হবে। বাচ্চাদের দিকে নজর রাখতে হবে যেন তারা বাজে ছেলেদের সাথে আড্ডার দিকে না ঝোঁকে। প্রাইমারী থেকে হাইস্কুল লেভেল পর্যন্ত বাচ্চাদের কোন কিছু প্রয়োজন হলে অভিভাবকরাই কিনে দেবেন, নইলে বাচ্চারা বাজে খরচ করবে, খারাপ পথে চলে যাবে। শিশুদের শারীরিক পরিবর্তনের সময় অভিভাবকদের খেয়াল রাখতে হবে। বাচ্চাদের সৃজনশীলতার দিকে খেয়াল রাখতে হবে। পৃথিবীতে বেশী আয় করে খেলোয়াড়রা। এজন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার দিকে নজর দিতে হবে। শারীরিক শাস্তি নিষিদ্ধ করার কথা উল্লেখ করে তিনি ভালবেসে, বুঝিয়ে শিক্ষাদানের জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। এছাড়াও তিনি আগামী ১৯শে জানুয়ারী থেকে ২১শে জানুয়ারী পর্যন্ত অনুষ্ঠিতব্য ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশগ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান।
সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা খানম বলেন, আমাদের ছাত্ররা অদূর ভবিষ্যতে সারা বাংলাদেশের মধ্যে ভাল একটা অবস্থানে যাবে। সেজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। ফাইনাল পরীক্ষার পর একমাস স্কুল বন্ধ থাকে। আমরা চাচ্ছি সেই বন্ধের সময় প্রতি শনিবার তাদেরকে ক্লাস করাব, পরের শনিবারে সেই ক্লাসের উপর পরীক্ষা নেবো, যাতে তারা শিক্ষা কার্যক্রমের সঙ্গেই থাকে। শিক্ষার্থীদের উন্নয়নের জন্য বিজ্ঞান ক্লাব, ল্যাংগুয়েজ ক্লাব তৈরী করা হবে। শিক্ষার্থীদের ডিবেট ক্লাস নেয়া হবে। তিনি শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ও পোষাক পরিধানসহ সব বিষয়ে খেয়াল রাখার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান।
বক্তব্যের মাঝেই তিনি অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং শিক্ষার্থীদের পরীক্ষায় নম্বর কম পাওয়াসহ বিভিন্ন বিষয়ে প্রকৃত বিষয় উপলদ্ধি করার আহবান জানান। অতিথিদের বক্তব্যের পর সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলন সিদ্দিকী-সালমা সিদ্দিকী দম্পতি ও তাদের ছেলে জলসা সিদ্দিকী সঙ্গীত পরিবেশন করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!