॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ২৬শে জুন নানা কর্মসূচির মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী, মানববন্ধন, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে মাদক বিরোধী শ্লোগান দেওয়া হয়। র্যালী শেষে উপজেলা পরিষদের সামনে সড়কে মানববন্ধন এবং উপজেলা পরিষদ চত্বর বটতলা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার, কৃষি অফিসার জেসমিন আকতার ও মহিলা বিষয়ক অফিসার এম.এ নাহার প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস।
বক্তাগণ মাদকের কুফল সম্পর্কে আলোচনা করেন। সেই সাথে উপস্থিত ছাত্র-ছাত্রীরা মাদককে ‘না’ ধ্বনী দিয়ে শপথগ্রহণ করে।
অনুষ্ঠানে পাট্টা ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুর রব(মোনা বিশ্বাস), সমবায় অফিসার এস.এম কামরুন্নাহার, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শান্তনা দাস, পাংশা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরসহ উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।