রবিবার, ১৯ মে ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী-২ আসনের এমপি জিল্লুল হাকিমের প্রচেষ্টায় সরকারীকরণ হওয়ায় পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের আনন্দ র‌্যালী

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের আন্তরিক প্রচেষ্টায় সরকারীকরণ হওয়ায় পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গতকাল ২৫শে জুন সকালে বিশাল আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়।
সকাল ১১টার দিকে বিদ্যালয় চত্বর থেকে শুরু হওয়া র‌্যালীর অগ্রভাগে ছিলেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান পাংশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাংশা সরকারী কলেজের উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে.এম নজীব উল্লাহ ও সহকারী প্রধান শিক্ষক রাশেদা খাতুন।
জানাযায়, ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্রসহকারে বিদ্যালয় প্রায় সহ¯্রাধীক ছাত্র-ছাত্রী, শিক্ষকমন্ডলী, পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সমন্বয়ে আনন্দ র‌্যালীটি পাংশা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় চত্বরে সমবেত হয়।
সেখানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত পরিসরে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে.এম নজীব উল্লাহ ও সহকারী প্রধান শিক্ষক রাশেদা খাতুন বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনা দাস, পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য পাংশা পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র রাশিদা ইয়াসমিন, পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য পারভীন মোরশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আনন্দ র‌্যালী শেষে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী ও উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। মিষ্টি বিতরণের আগে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকমন্ডলী অনেকেই পরস্পরের মধ্যে রঙ মাখামাখিতে জড়িয়ে পড়ে।
প্রসঙ্গত ঃ গত ২১শে মে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারীকরণ করা হয়। শিক্ষা মন্ত্রণালয় ২৪টি বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়কে সরকারীকরণের যে প্রজ্ঞাপন জারী করেছেন সে তালিকায় পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ৩নম্বরে রয়েছে। এরআগে বেসরকারী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সংক্রান্ত ৭/৯/২০১৭ তারিখে অর্থ মন্ত্রণালয় অনাপত্তি প্রজ্ঞাপন জারী করে। এর প্রেক্ষিতে দলিল সম্পাদন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি ১৯১৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার তারিখ ০৩/০১/১৯১৬ খ্রিঃ। কলকাতা বিশ্ববিদ্যালয় ০১/০১/১৯১৯ সালে বিদ্যালয়টির প্রথম স্বীকৃতি প্রদান করে। ০১/০১/১৯৮২ সালে প্রথম এমপিওভুক্ত হয় বিদ্যালয়টি। বিদ্যালয়টি কারিগরি শাখার ১৯৯৬-১৯৯৭ শিক্ষা বছরে প্রথম অনুমোদন লাভ পায়। কারিগরি শাখায় এমপিওভুক্তি হয় ১৬/০৩/১৯৯৮ সালে। শতবছরের ঐতিহ্যবাহি এ শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম রয়েছে। রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। তার আন্তরিক প্রচেষ্টার ফলে বিদ্যালয়টি সরকারীকরণ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!