॥আবুল হোসেন॥ রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরী ঘাট পদ্মা নদীর ভাঙ্গন থেকে রক্ষা করতে পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন।
গতকাল ১৪ই জুন দুপুর থেকে ফেরী ঘাট এলাকায় পদ্মা নদীতে বালু ভর্তি জিওব্যাগ ফেলার কাজ শুরু করেছে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড(পাউবো)। জিওব্যাগ ফেলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
দৌলতদিয়ার ১নম্বর ফেরী ঘাট থেকে শুরু করে পূর্ব দিকের শেষ ৬নম্বর ঘাট ছাড়িয়ে প্রায় এক কিলোমিটার জিওব্যাগ ফেলার কার্যক্রম শুরু হয়েছে।
এ সময় জেলা প্রশাসক মোঃ শওকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিব খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসার উদ্দিন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী মোল্যা, সাংগঠনিক সম্পাদক হাবিব রেজা টুটুল, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ ইউনুছ মোল্যা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল, ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার জানান, পদ্মার ভাঙ্গন থেকে দৌলতদিয়া ফেরী ঘাট রক্ষায় জরুরী ভিত্তিতে কাজ শুরু করা হচ্ছে। প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বালু ভর্তি জিওব্যাগ ফেলার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছে। গত বছরের মতো এবারও জিওব্যাগ ফেলার কাজ করছেন দৌলতদিয়ার ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডল।
জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত ও যানবাহন পারাপার নির্বিঘœ রাখতে এ বছর ভাঙ্গনের আগে পূর্ব প্রস্তুতি হিসেবে কাজ শুরু করা হচ্ছে। এ বছর সবর্দা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জিওব্যাগ ফেলানো হবে। এছাড়া ভাঙ্গন থেকে ঘাট রক্ষায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।
শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতে কোন প্রকার ঈদ যাত্রা ব্যাহত না হয়। এছাড়া আসন্ন বর্ষা মৌসুমে কোন প্রকার ঝুক্কি-ঝামেলা পোহাতে না হয় তার পূর্ব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে অবস্থা বুঝে মোকাবেলা করা হবে।