Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বহরপুর বাজারে এনডিএম-এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা

আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন(এনডিএম)-এর কেন্দ্রীয় যুব আন্দোলন নেতা লায়ন নূরুজ্জামান হীরা।
গতকাল শুক্রবার বিকেলে রাজবাড়ী জেলার বহরপুর বাজারে এনডিএম-এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন,তরুণ প্রজম্মের অহংকার ববি হাজ্জাজের নেতৃত্বে এনডিএম সে কাজে এগিয়ে চলছে।
হীরা বলেন, দেশের প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যুব আন্দোলনের শক্ত অবস্থান এবং জয় বাংলাদেশের শ্লোগানে বিশ্বাসী এনডিএম স্বপ্নের দেশ গড়বার লড়াইয়ে মাঠে নেমেছে।
তিনি বলেন, পরিবর্তনের সঠিক বার্তা ও জনগণের কাংঙ্খিত জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে কাজ করছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দলের যুগ্ম ক্রীড়া সম্পাদক ও যুবনেতা খালিদ ইমতিয়াজ রহমান জয় এবং দলীয় চেয়ারম্যানের বিশেষ সহকারী ও স্বপ্নের দেশ এর ক্যাম্পেইন ম্যানেজার মোমিনুল আমিনসহ স্থানীয় নেতারা।
এতে দলীয় চার মূলনীতিসহ তারুণ্যের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ, মর্যাদা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় এনডিএম এর আগামী দিনের করণীয় প্রতিশ্রুতির বিস্তারিত তুলে ধরা হয় -প্রেস বিজ্ঞপ্তি।