সোমবার, ২২ এপ্রিল ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় জয়িতাদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান

  • আপডেট সময় শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা দপ্তরের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৬ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জয়িতাদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট, সনদপত্র প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জানাযায়, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ(হেনা মন্সী), পাংশা আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।
বক্তাগণ নারীশিক্ষা ও নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার কর্ম ও জীবনাদর্শ অনুস্মরণ করে নারী-পুরুষের বৈষম্যহীন ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সকল শ্রেণী পেশার মানুষকে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সফল নারী কালুখালীর রতনদিয়া ইউপির তফাদিয়া গ্রামের জিন্নাতুন নেছা ঝরনা, একই উপজেলার বোয়ালিয়া ইউপির কালিনগর গ্রামের মোছাঃ বেদেনা, পাকশিয়া গ্রামের খোদেজা ও রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন, পাংশা পৌরসভার নারায়নপুর গ্রামের জাহানারা খাতুন, শামিমা আক্তার মিনু ও বেগম নুরুন্নাহার এবং পাংশার হাবাসপুর ইউপির হাবাসপুর পূর্বপাড়া গ্রামের মোছাঃ জহুরা খাতুন নিজেদের সাফল্যগাথা তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।
শেষে ৮জন জয়িতার মাঝে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন এনজিও কর্মকর্তা শান্তনা বেগম।
অনুষ্ঠানে নারী নেত্রী পারভীন মোরশেদ, নাজমা কায়কোবাদ, জেসমিন সুলতানা, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহেনা পারভীন, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী আসকার দানিয়েল সীপার, পাংশা শিল্পকলা একাডেমীর যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা পরিষদের কর্মকর্তাগণ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!