॥মোক্তার হোসেন॥ কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার, জয়ন্তী হাজরা ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ মন্ডলের(৪৫) বস্তাবন্দি লাশ গতকাল ১০ই জুন সকালে পাংশা মডেল থানা পুলিশ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউপির মেঘনা খামারপাড়া খাল থেকে উদ্ধার করেছে।
গত শনিবার রাতে খোকসা উপজেলার ভবানীগঞ্জ বাজার থেকে নিখোঁজ হয় আওয়ামী লীগ নেতা জয়ন্তী হাজরা ইউপির ৫নং ওয়ার্ডের পরপর তিনবার নির্বাচিত মেম্বার আব্দুল মাজেদ মন্ডল।
জানাযায়, গত শনিবার রাত ৯টার দিকে ভবানীগঞ্জ বাজার থেকে কে বা কাহারা মোবাইল ফোনে ডেকে নেয় মাজেদ মেম্বারকে। রাতে বাড়ীতে না ফেরায় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বর বন্ধ পেয়ে পরিবারের লোকজন দুঃশ্চিন্তায় পড়ে। রাতে আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন।
গতকাল ১০ই জুন সকালে পাংশা উপজেলার মাছপাড়া ইউপির মেঘনা খামারপাড়া খালের পানিতে বস্তাবন্দি লাশ দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ ও ইন্সপেক্টর(তদন্ত) মোঃ জিল্লুল রহমান মোস্তফা সহ সঙ্গীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাংশা মডেল থানা পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে মেঘনা খামারপাড়া খাল থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দি মাজেদ মেম্বারের লাশ উদ্ধার করেন। ঘটনাস্থলে নিহতের পরিবারের লোকজন আব্দুল মাজেদ মেম্বারের মৃতদেহ সনাক্ত করেন।
খবর পেয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খানসহ খোকসা উপজেলা ও জয়ন্তীহাজরা ইউপি আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অন্যান্য জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে যান। নেতৃবৃন্দ নিহতের শোকাহত পরিবারের লোকজনকে সমবেদনা জানান। সেই সাথে হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান।
নিহত ইউপি মেম্বার আব্দুল মাজেদ মন্ডলের ছেলে ফুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী রুবেল হোসেন জানান, তার পিতা জয়ন্তীহাজরা ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং খোকসা উপজেলা আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক। জয়ন্তীহাজরা ইউপির পরপর তিনবার নির্বাচিত মেম্বার। রাজনীতি করার কারণে শত্রু-মিত্র থাকতে পারে। পিতার হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।
এদিকে গতকাল রবিবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা পাংশা থানায় উপস্থিত নিহতের পরিবারের লোকজনের সাথে কথা বলেন। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ উপস্থিত ছিলেন।
পাংশা মডেল থানার এসআই মোঃ আমিরুল ইসলাম নিহতের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। সুরতহাল রিপোর্ট তৈরীর পর ময়না তদন্তের জন্য মৃতদেহ রাজবাড়ী মর্গে পাঠানো হয়।
বিকেলে ময়না তদন্ত শেষে মৃতদেহ পূর্ব গোপালপুর গ্রামের বাড়ীতে নেওয়া হলে সেখানে স্বজনদের আহাজারীতে বাতাস ভারী হয়ে ওঠে। মাগরিবের নামাজের পর পূর্ব গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পূর্ব গোপালপুর গোরস্থানে ইউপি মেম্বার আওয়ামী লীগ নেতা মরহুম আব্দুল মাজেদ মন্ডলের দাফন সম্পন্ন করা হয়। খোকসা পৌরসভার মেয়র ও খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, জয়ন্তী হাজরা ইউপির সাবেক চেয়ারম্যান খোকসা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকরাম হোসেন দুলাল, আওয়ামী লীগ নেতা রহমত আলী মেম্বার, টিপু খান মেম্বার, জনপ্রতিনিধি, শিক্ষকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন জানাজার নামাজে অংশগ্রহণ করেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, হত্যাকান্ডের বিষয়ে তথ্যানুসন্ধান চলছে। জড়িতদের গ্রেফতারে পুলিশী তৎপরতা চলছে। খুনিরা রেহাই পাবেনা বলে উল্লেখ করেন তিনি। এ ঘটনায় রাতে পাংশা মডেল থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।