শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:২৫ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী ডিবি পুলিশের অভিযান রাজশাহী থেকে চুরি হওয়া ট্রাক গোয়ালন্দে উদ্ধার॥১জন গ্রেপ্তার

  • আপডেট সময় সোমবার, ১১ জুন, ২০১৮

॥দেবাশীষ বিশ্বাস॥ পুলিশ সুপারের নির্দেশনায় রাজবাড়ী ডিবি’র অভিযানে রাজশাহী থেকে হারানো চুরি হওয়া একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২০-০৬৮৬) গোয়ালন্দ থেকে উদ্ধার হয়েছে।
গত ৯ই জুন রাতে রাজবাড়ী ডিবি’র ওসি কামাল হোসেন ভুঁইয়ার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোয়ালন্দ ট্রাক টার্মিনাল থেকে থেকে ট্রাকটি উদ্ধার করে।
এ সময় ট্রাক চোর চক্রের সদস্য রাজবাড়ী সদর উপজেলার নিমতলা গ্রামের রহমত শেখের ছেলে আহাদ শেখ (২৫)কে গ্রেফতার করে পুলিশ। উদ্ধারকৃত অশোক ল্যান্ডের ট্রাকটি গতকাল ১০ই জুন সকালে রাজশাহী জেলার গোদাগারী থানার প্রেমতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, এই ট্রাক চুরির ঘটনায় নাবিল গ্রুপের ট্রান্সপোর্ট অফিসার মোঃ কামরুজ্জামান বাদী হয়ে নাবিল গ্রুপের ট্রাক চালক রাজশাহী জেলার গোদাগারী থানার মোঃ হামিম(২৫) এবং হেলপার মিঠু শেখকে আসামী করে গোদাগারী থানায় একটি মামলা দায়ের করে।
মামলায় উল্লেখ করা হয়, চট্টগ্রাম হতে রড নিয়ে আসার পর ৫ই জুন রাত ১০টার দিকে রাজশাহীর চারখুটি মোড়ে আনলোড করে ট্রাকটি নিজস্ব কোম্পানীতে জমা না দিয়ে চালক হামিম তার সহযোগী মিঠুকে নিজ গ্রামের পাশে নামিয়ে দিয়ে রাজশাহী জেলার রাজবাড়ী চেয়ারম্যানের বাজারের সামনে রেখে নিজ বাড়ী খাডিজাগাতি মোল্যা পাড়া গ্রামে চলে যায়। পরে ভোর ৪টা থেকে ৫টার মধ্যে যে কোন সময় তারাই ট্রাকটি চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় গোদাগারী থানার অফিসার ইনচার্জ ৬ই জুন ৩৭৯/৪০৬/৪২০/৪০৮/৩৪ দঃ বিঃ ধারায় মামলা রেকর্ড করে বাংলাদেশের সকল থানার অফিসার ইনচার্জ বরাবর বেতার বার্তা প্রেরণ করে।
রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ কামাল হোসেন ভুঁইয়া জানান, বেতার বার্তার প্রেক্ষিতে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য ডিবি পুলিশের উপর দায়িত্ব দিলে আমি ও আমার সঙ্গীয় ফোর্স ৯ই জুন রাতে গোয়ালন্দ ট্রাক টার্মিনাল থেকে ট্রাকটি উদ্ধার করি। উদ্ধারকৃত ট্রাকটি রাজশাহী জেলার গোদাগারী থানার প্রেমতলী থানার পুলিশ কর্মকর্তা আব্দুল লতিফের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!