॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা ইমাম কমিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ৭ই জুন জেলা ইমাম কমিটির কার্যালয়ে এই ত্রি-বার্ষিক(২০১৮-২০২১) কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটিতে পাংশার জলিলপাড়া মৃধাবাড়ী জামে মসজিদের খতিব মাওঃ খোন্দকার আব্দুল হালিম পুনরায় সভাপতি, সজ্জনকান্দা মধ্যপাড়া জামে মসজিদের খতিব মাওঃ আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির ও স্টেডিয়াম জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আব্দুল খালেক সিনিয়র সহ-সভাপতি, বায়তুন নূর(বিদ্যুৎ অফিস) জামে মসজিদের খতিব মাওঃ ইলইয়াছ পাটোয়ারী, রহিমুন্নেছা জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ মোঃ আলাউদ্দিন ও সদর উপজেলা জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ আঃ হাই জোয়াদ্দার সহ-সভাপতি, মাদানী কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আইয়ুব খান আনছারী সাধারণ সম্পাদক, উপর বাজার জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ মোফাজ্জেল হোসাইন, সরকারী শিশু পরিবার জামে মসজিদের খতিব হাফেজ মোঃ জহির, দুধ বাজার জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ আবুল কাশেম, মসজিদ আঃ ইঃ রাঃ বড়পুর, রাজবাড়ী’র ইমাম মাওঃ মোঃ আব্দুর রাজ্জাক ও রামকান্তপুর চরপাড়া জামে মসজিদের মাওঃ মোঃ আব্দুর রহমান সহ-সাধারণ সম্পাদক, দক্ষিণ ভবাণীপুর জামে মসজিদের ইমাম ক্বারী মোঃ আবু ইউসুফ কোষাধ্যক্ষ, রাজবাড়ী সরকারী কলেজ জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ মোঃ ইলিয়াছ মোল্লা সাংগঠনিক সম্পাদক, বাগমারা খোঃ বাড়ী জামে মসজিদের খতিব মাওঃ মোঃ মাহফুজুর রহমান সহ-সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ আবু সাঈদ তায়্যিবী দপ্তর সম্পাদক, ধুঞ্চি পূর্বপাড়া জামে মসজিদের খতীব মাওঃ মোঃ আব্দুল মজিদ প্রচার সম্পাদক, দৌলতদিয়া ইউনিয়ন বোর্ড জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ তারিক বিল্লাহ সমাজকল্যাণ সম্পাদক, সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের খতিব মাওঃ মুহাঃ তাওহীদুর রহমান শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বানিবহ মহিষবাথান জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ মোকাররম হুসাইন সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, পদাধিকারবলে সদর উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওঃ খোন্দকার মোঃ আব্দুল লতিফ, পাংশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ মোঃ ইউনুস আলী, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ খোন্দকার মোঃ আব্দুস সাত্তার, কালুখালী উপজেলা শাখার সভাপতি মাওঃ মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ মোঃ আঃ মালেক, বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মাওঃ মোঃ অলিউল্লাহ, সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আব্দুল মমিন, গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মাওঃ মোঃ জালাল উদ্দিন প্রামানিক ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আব্দুল আজিজ, পুলিশ লাইন জামে মসজিদের হাফেজ মাওঃ মোঃ মোবারক হোসেন, খানখানাপুর মিয়াপাড়া জামে মসজিদের হাফেজ মাওঃ মোঃ মাহবুবুল আলম, বড়লক্ষ্মীপুর দারুস সালাম জামে মসজিদের মাওঃ মোঃ শামসুল আলম, ফুড অফিস জামে মসজিদের হাফেজ মোঃ আব্দুস সালাম, দক্ষিণ শ্রীপুর জামে মসজিদের মাওঃ মোঃ লিয়াকত হোসাইন, ১নং বেড়াডাঙ্গা বাইতুল মামুর জামে মসজিদের হাফেজ কাজী মোঃ মঈন উদ্দিন(সোহেল), পাওয়ার হাউজ জামে মসজিদের মাওঃ মোঃ আশরাফ আলী, বৃচাত্রা দক্ষিণপাড়া জামে মসজিদের মাওঃ মোঃ আমীরুল ইসলাম, বানিবহ (মাধবতলা) জামে মসজিদের মাওঃ মোঃ লুৎফর রহমান, চরলক্ষ্মীপুর দক্ষিণপাড়া জামে মসজিদের হাফেজ মাওঃ মোঃ ইয়াছিন সিদ্দিকী, রামপুর চেয়ারম্যান বাড়ী জামে মসজিদের মাওঃ মোঃ আব্দুল করিম, জিলানী জামে মসজিদের হাফেজ মোঃ শফিকুল ইসলাম, সোনাকান্দর জামে মসজিদের মাওঃ মোঃ নুরুল ইসলাম ও বায়তদুল নুর জামে মসজিদের হাফেজ মোঃ আব্দুল মোতালেব মিয়া সদস্য নির্বাচিত হয়েছেন।
এছাড়া ৮সদস্যের উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন রাজবাড়ী সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী খান, প্রফেসর মোঃ কেরামত আলী, কুষ্টিয়া আমলা সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ কুদরত আলী, শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ মাওঃ মোঃ শামছুর রহমান, কালুখালীর হোগলাডাঙ্গী মডেল কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ মীর মোঃ আব্দুল বাতেন, মরডাঙ্গা ফাজিল মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ মাওঃ আ.স.ম আমিনুল হক, ভগিরথপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ মোঃ নুরুল ইসলাম ও বরাট আকিরন নেছা আলীম মাদরাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুল কাদের।
উল্লেখ্য, জেলা ইমাম কমিটির এই ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে গত ৭ই জুন সকাল ১০টায় সংগঠনের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা ইমাম কমিটির প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আলী খানের সভাপতিত্বে সভায় উপদেষ্টা মন্ডলীর সদস্য মাওঃ মোঃ শামছুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য মাওঃ মীর মোঃ আব্দুল বাতেন, মাওঃ আ.স.ম আমিনুল হক, মাওঃ মোঃ নুরুল ইসলাম ও মাওঃ মোঃ আঃ কাদেরকে নির্বাচন কমিশনার করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যগণ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আলী খান এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর মোঃ কুদরত আলীর সার্বিক সহযোগিতায় পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে উল্লেখিত কমিটি গঠন করেন। এরপর প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আলী খান আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টা মন্ডলীর সদস্য মাওঃ মোঃ শামছুর রহমান তাদের শপথবাক্য পাঠ করান।
প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আলী খান নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের প্রতি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে উদ্দেশ্যে জেলার সকল ইমামকে ঐক্যবদ্ধ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানান।
নবনির্বাচিত কমিটির সভাপতি মাওঃ মোঃ আব্দুল হালিম এবং সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আইয়ুব খান আনছারী তাদের কর্মকান্ডে সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। তারা জেলা ইমাম কমিটির কার্যালয়ের জন্য জায়গা দেয়ায় রাজবাড়ী পৌরসভার মেয়রের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসবাবপত্রের জন্য অর্থ দেয়াসহ বিভিন্নভাবে সহযোগিতা করায় বিশিষ্ট ব্যবসায়ী কাজী সিরাজুল ইসলাম খাজা ও আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও তারা সংগঠনের প্রয়াত সভাপতি মাওঃ হাসান খান ও মুফতি ইব্রাহীম এবং প্রয়াত সাধারণ সম্পাদক হাফেজ ওলিউর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন। সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ্র মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নবনির্বাচিত কমিটির সিনিয়র সহ-সভাপতি ও ভান্ডারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির।
পরিচিতি সভা ঃ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা গত ৯ই জুন সকাল ১০টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি মাওঃ মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আইয়ুব খান আনছারী’র সঞ্চালনায় সভায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য মাওঃ মোঃ শামছুর রহমান এবং বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর মোঃ কুদরত আলী, মাওঃ আ.স.ম আমিনুল হক, মাওঃ মোঃ নুরুল ইসলাম ও মাওঃ মোঃ আব্দুল কাদের। সভায় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য ইমামগণ উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় নবনির্বাচিত কমিটির ৩ জন সদস্য মাওঃ মোঃ আব্দুল করিম, হাফেজ মোঃ নুরুল ইসলাম এবং হাফেজ মোঃ আব্দুল মোতালেব মিয়াকে শপথবাক্য পাঠ করানো হয়।