॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ৯ই জুন সকাল ৭টার দিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর গ্রাম থেকে ১৭টি গাঁজার গাছসহ গাঁজা চাষী উত্তম কুমার ঘোষ (৪২)কে গ্রেফতার করেছে। সে সোনাপুর গ্রামের মৃত প্রভাস চন্দ্র ঘোষের ছেলে।
স্থানীয়রা জানায়, গ্রেফতারকৃত উত্তম কুমার ঘোষ নিজ নামীয় লিচুর বাগানে লোকচক্ষুর অন্তরালে বানিজ্যিক উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে গাঁজার চাষ করে আসছিল। গতকাল শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান পরিচালনা করে ছোট বড় মোট ১৭টি গাঁজার গাছ উদ্ধার করাসহ জমির মালিক উত্তম কুমার ঘোষকে আটক করে।
পরে উদ্ধারকৃত গাঁজার গাছগুলোসহ তাকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর পূর্বক র্যাব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা করেছে।