॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী ডিবি’র একটি দল গতকাল ৮ই জুন রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া বাজার থেকে ৫৭পিস ইয়াবাসহ মুক্তার মল্লিক(২৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। সে ভান্ডারিয়া গ্রামের মৃত রহমান মল্লিকের ছেলে।
রাজবাড়ী ডিবি ওসি মোঃ কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত মুক্তার মল্লিক একজন পেশাদার মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে আরও ৩টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে।