বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বালিয়াকান্দিতে ঈদের বাজার জমে উঠেছে॥কাপড়-কসমেটিক্সের দোকানে বেশী ভীড়

  • আপডেট সময় শুক্রবার, ৮ জুন, ২০১৮

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ ঈদকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার হাট-বাজারগুলো জমে উঠেছে। বিপনী বিতানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভীড়ের পাশাপাশি কাপড় ও কসমেটিক্সের দোকানে বেশী ভীড় দেখা যাচ্ছে।
ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় মার্কেটগুলো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে। মা-বাবা, ভাই-বোনসহ পরিবারের সবাই একত্রে ঈদ করার জন্য পছন্দসই পোশাক, জুতা, টুপি, কসমেটিক্সসহ বিভিন্ন দ্রব্যের দোকানে ভীড় জমাচ্ছেন। তবে ঈদের মার্কেটে মহিলা এবং তরুণ-তরুণীদের ভীড়ই সবচেয়ে বেশী লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে রাত অবধি ক্রেতাদের পদচারণায় ঈদের বাজার মুখরিত থাকলেও মূলত বিকাল থেকে রাতেই ক্রেতারা বেশী ভীড় করছে।
ভারতীয় সিনেমা ও সিরিয়ালের নায়ক-নায়িকাদের নামের পোশাকগুলো ক্রেতাদের বেশী আকৃষ্ট করছে। সবচেয়ে বেশী বিক্রি হচ্ছে পুরুষদের গোবিন্দ পাঞ্জাবী-পায়জামা, মহিলাদের শাড়ী, তরুণীদের পছন্দ পারুল, সাত ভাই চম্পা, চম্পা রাণী, গাউন, রাউন, বাজিরাও মাস্তানি, শারারা, সুলতান, ডারলিং তেরে লিয়ে, মাস্তী, কিরণমালা, ফ্লোরটাচ ও পাখি, শিশুদের কিরণমালা, বজ্রমালা, ঝিনুকমালা ইত্যাদি বিভিন্ন নামের পোশাক বিপনী বিতানগুলোতে শোভা পাচ্ছে। ঈদের শেষ মূহুর্তে নিজেদেরকে সাজাতে তরুণ-তরুনীদের সবচেয়ে বেশী ভীড় লক্ষ্য করা যাচ্ছে শহরের কসমেটিক্সের দোকানগুলোতে।
বহপুর বাজাদের ইত্যাদি শপিং সেন্টার, দাস গার্মেন্টস, মামুন গার্মেন্টস ও রংধনু ফ্যাশন হাউজের সত্ত্বাধিকারীদের সাথে কথা হলে তারা জানান, ঈদের জন্য বিভিন্ন পোশাকে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সাজিয়েছেন। কেনাবেচাও মোটামুটি ভালো হচ্ছে।
মেহেদী, আয়লানা, মাসকারা, চুড়ি, কানের দুলসহ কসমেটিক্সের পাশাপাশি প্রসাধনী সামগ্রী কনিতে মার্কেটে যাচ্ছেন ক্রেতারা। পোশাক-পরিচ্ছদের পাশাপাশি ইলেক্ট্রনিক্সের বাজারেও ঈদের ছোঁয়া লেগেছে। বিভিন্ন প্রকারের সাংসারিক প্রয়োজনীয় পণ্যই বেশী বিক্রি হচ্ছে বলে বিক্রিতারা জানিয়েছে। ইলেক্ট্রনিক্স দ্রব্যের মধ্যে মোবাইলের শোরুম গুলোতে তরুণ-তরুণীদের সবচেয়ে বেশী ভীড় দেখা যাচ্ছে। পিছিয়ে নেই জুতার দোকানীরাও।
ইসলামিয়া কসমেটিক্স স্টোরের সত্ত্বাধিকারী জহুরুল কবির লিটন ও নিউ লোকনাথ স্টোর এন্ড খেলাঘরের মালিক বলেন, কসমেটিক্সের বাজারে সবেমাত্র ক্রেতারা আসতে শুরু করেছে। আশা করছি যেভাবে ক্রেতার পরিমাণ ধীরে ধীরে বাড়ছে তাতে ভালো ব্যবসা হতে পারে। তাঁতীর বাড়ীর মালিক রেজাউল, আবর্তনের মালিক সাজ্জাদ বলেন, আস্তে আস্তে দোকানে ভীড় বাড়ছে। আশা করছি এবার ঈদে ভালো বেচা-কেনা হবে।
ঈদের ব্যস্ততার বাজারে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোন অবনতি না হয় সে জন্য প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। বাজারের প্রধান প্রধান স্পটে সার্বক্ষণিক বাজার পরিচালনা কমিটির নিজস্ব লোক রয়েছে। এর পাশাপাশি বালিয়াকান্দি থানা পুলিশ ও মাঝে মাঝে র‌্যাবের টহলের ব্যবস্থা করা হয়েছে, যা চোখে পড়ার মতো। তবে ইজিবাইক প্রবেশের কারণে বাজার এলাকা যানজটমুক্ত হচ্ছে না। এ জন্য ক্রেতাদের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!