॥কবির হোসেন॥ রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে গতকাল ১২ই জানুয়ারী বিকেল ৩টায় কক্ষে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সাথে জেলা প্রশাসক জিনাত আরা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক জিনাত আরার সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আশরাফ হোসেন, এবং জেলা পাসপোর্ট অফিসারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রম ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক জিনাত আরা তার দিক-নির্দেশনামূলক বক্তব্যে ইউডিসি’র উদ্যোক্তাদেরকে আন্তরিকভাবে কাজ করার মাধ্যমে জনগণকে সেবা প্রদানের আহবান জানান। এছাড়াও সভায় অনলাইনে পর্চা উঠানো বাবদ উদ্যোক্তাদের প্রাপ্য অংশের অর্থ প্রদান করা হয়। পর্চা উত্তোলন বাবদ প্রাপ্ত অর্থে রামকান্তপুর ইউপির ইউডিসি উদ্যোক্তা ১ম, রাজবাড়ীর পৌরসভার ইউডিসি উদ্যোক্তা ২য় এবং মূলঘর ইউপির ইউডিসি উদ্যোক্তা ৩য় স্থান অধিকার করে।