শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠে অভিভাবক সমাবেশ

  • আপডেট সময় শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা শহরের ঐতিহ্যবাহী এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সভাপতি ও পাংশা পৌরসভার সাবেক মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা থানার অফিসার ইনচার্জ(ওসি) এস.এম শাহজালাল।
অভিভাবক সমাবেশে অনান্যের মধ্যে এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন, সহকারী শিক্ষক মাওলানা মোঃ লোকমান হোসেন, মোঃ মনিবুর রহমান, পরিচালনা কমিটির সদস্য আহম্মদ আলী মালু, অভিভাবক ও পাংশা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওয়াসীম ও ড.কাজী মোতাহার হোসেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক শিমা রাণী রায় প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে পাংশা থানার অফিসার্স ইনচার্জ(ওসি) এস.এম. শাহজালাল বলেন, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ বরাবরই ভালো রিজাল্ট করে। সেই ধারাবাহিকতায় এবারও জেএসসিতে ৮৭জন জিপিএ-৫ অর্জন এবং জেলার মধ্যে সেরা স্কুল হিসেবে গৌরব বয়ে এনেছে। বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটি, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের এটি বড় মর্যাদার বিষয়-সম্মানের বিষয়। তিনি বলেন, লেখাপড়ার মূল লক্ষ্য ভাল মানুষ হওয়া ও সুন্দর ভাবে জীবন যাপন করা। বর্তমানে মানুষের আর্থ সামাজিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। ছেলে-মেয়েরা ভালো জামা কাপড় পাচ্ছে। মোবাইল কম্পিউটার ব্যবহার করতে পারছে।
তিনি বলেন, প্রযুক্তির সদ্ব্যাবহার ভালো। কিন্তু অপব্যাবহার খারাপ। ছেলে-মেয়েরা দিনে-রাতে কোথায় কী করছে সে বিষয়ে পিতা-মাতা অভিভাবকের অবশ্যই খোঁজ-খবর রাখতে হবে। একটি পরিবারে মা-হচ্ছেন বড় শিক্ষক। ছেলে মেয়েদের আদরের সাথে আনন্দের সাথে লেখাপড়ার জন্য বলতে হবে। তারা যেন লেখাপড়াকে শাস্তি হিসেবে মনে না করে। লেখাপড়ার পাশাপাশি তাদেরকে খেলাধুলার জন্যও সময় দিতে হবে। ছেলে-মেয়েরা লেখাপড়া শিখবে। ভালো মানুষ হবে। আলোকিত মানুষ হয়ে নিজেরা যেমন সুন্দরভাবে জীবন যাপন করবে তেমনি সুন্দর সমাজ ও এদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে তারা ভূমিকা রাখবে। এ জন্য নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টা চালানোর উপর গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, সামাজিক সমস্যা থেকে অপরাধ সংঘটিত হয়। ছেলে-মেয়েরা যাতে মাদকাসক্ত না হয়, ইভটিজিং-এ না জড়ায়, জঙ্গিবাদে না জড়ায় সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার আহবান জানান তিনি।
অপরাধ তৎপরতা রোধে রাতে এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ সড়কে নিয়মিত পুলিশের টহল দেওয়ার আশ্বাস ব্যক্ত করেন প্রধান অতিথি পাংশা থানার অফিসার ইনচার্জ এস.এম শাহজালাল।
অনুষ্ঠান উপস্থাপনা করেন বিদ্যাপীঠের সহকারী শিক্ষক এএসএম আমিরুল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী ও মায়েরাসহ প্রায় ৫শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!