॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল ৩রা জুন ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজবাড়ী ফিল্ড অফিসের উদ্যোগে বিশ্ব এতিম দিবস-২০১৮ পালিত হয়েছে।
ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজবাড়ী ফিল্ড অফিসের প্রোগ্রাম অফিসার মোঃ আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ।
তিনি বলেন, আমাদের দরিদ্র পরিবারের এতিম শিশুদের শিক্ষাসহায়তাসহ পরিবারের আর্থসামাজিক উন্নয়নে ইসলামিক রিলিফের কার্যক্রম প্রশংসনীয়। ছেলে-মেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে মায়েদের সতর্ক দৃষ্টি রাখার আহবান জানিয়ে তিনি বলেন, সঙ্গদোষে অনেক ছেলে-মেয়ে খারাপ হয়ে যায়। কোনো সন্তান যদি বিপদগামী হয়, সন্তান যদি মাদকাসক্ত হয় তাহলে পরিবারের কষ্টের সীমা থাকে না। আমরা চাই ইসলামিক রিলিফের সুবিধাভোগী এসব ছেলেমেয়েরা সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হবে। লেখাপড়া শিখে তারা শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিসিএস কর্মকর্তা হবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ(হেনা মুন্সী) ও পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মোহাম্মদ মিজানুর রহমান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সভাপতি ইসলামিক রিলিফ বাংলাদেশ, রাজবাড়ী ফিল্ড অফিসের প্রোগ্রাম অফিসার মোঃ আসাদুজ্জামান সরকার বিশ্ব এতিম দিবসের তাৎপর্য এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থার কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সংস্থার ফিল্ড অফিসার নূর মোহাম্মদ।
অনুষ্ঠানে সংস্থার ফিল্ড অফিসার যুথী বিশ্বাস, আব্দুল আওয়াল সরকার, নারগীস পারভীন, বাপ্পী শাহরিয়ার, মাহমুদ মসীহ, উপজেলা পরিষদের কর্মকর্তা, সংস্থার সুবিধাভোগী ৪০জন এতিম শিশু ও ৪০জন মা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।