বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

জনগণের সহযোগিতায় বালিয়াকান্দিকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে ————– পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি

  • আপডেট সময় রবিবার, ৩ জুন, ২০১৮

বালিয়াকান্দি থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
॥রঘুনন্দন সিকদার॥ ‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’-শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে গতকাল ২রা জুন বেলা ১১টায় থানা প্রাঙ্গনে মাদক নির্মূল, জঙ্গীবাদ দমন, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসিনা বেগমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, উপজেলা আওয়ামী লীগ ও কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন আলী, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ^াস, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সর্দার, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল মিয়া প্রমুখ। সভা সঞ্চালনা করেন থানার এস.আই অংকুর ভট্টাচার্য্য।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা বলেন, একসময় বালিয়াকান্দি শান্তিপূর্ণ উপজেলার তালিকায় থাকলেও বর্তমানে এ উপজেলায় বিভিন্ন ঘটনা নিত্যদিনের। মাদক, ইভটিজিং, সন্ত্রাসী কার্যকলাপসহ অপমৃত্যুর ঘটনা সামাল দিতে পুলিশকে বেগ পেতে হচ্ছে। জনবলের স্বল্পতা স্বত্ত্বেও পুলিশ জনগণের সহযোগিতায় এ উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার জন্য নিরলসভাবে কাজে করে যাচ্ছে। আপনাদের সহযোগিতায় বালিয়াকান্দিকে সুন্দর একটি উপজেলা করে তোলা পুলিশের বড় চ্যালেঞ্জ। অপমৃত্যু রোধে পুলিশ ঈদের পর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা করবে, যেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
অভিভাবকদের উদ্দেশ্য করে পুলিশ সুপার আসমা মিলি বলেন, আপনাদের সন্তানদের অতিমাত্রায় আদর করে নষ্ট করবেন, আবার অতিরিক্ত শাসন করে মানসিক আঘাত দিবেন না। সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কখন বাসায় ফিরছে ঠিকমতো এসবের খোঁজখরব নিতে হবে। সন্তান যদি খারাপ পথে যায় তাহলে তাকে সঠিক পথে আনতে প্রয়োজনে পুলিশের সহায়তা নেবেন। পুলিশের কোন সদস্য মাদকসেবী হলে তাকেও ছাড় দেওয়া হবে। পুলিশের কোন সদস্য মাদকাসক্ত হলে আমাকে সরাসরি ফোন করে জানাবেন। তবে ভিত্তিহীন তথ্য প্রদান করে অহেতুক পুলিশকে হয়রানী করবেন না। বালিয়াকান্দি উপজেলার পাইকান্দি গ্রামে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের ব্যাপারে পুলিশ সুপার বলেন মানুষ কোন পর্যায়ে গেলে এমন অমানবিক কাজ করতে পারে। ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতারের ব্যাপারে তিনি থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন। এছাড়াও মতবিনিময় সময় পুলিশ সুপার বিভিন্ন ব্যক্তির প্রশ্নের উত্তর দেন।
মতবিনিময় সভা শেষে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম ও কমিউনিটি পুলিশিং ফোরামের পক্ষ থেকে পুলিশ সুপারকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!