Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর তিতু’র আয়োজনে রহিমুন্নেছা সিনিয়র হাফিজিয়া কওমী মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা আলমগীর শেখ তিতু’র আয়োজনে গতকাল ১লা জুন বিকালে রহিমুন্নেছা সিনিয়র হাফিজিয়া কওমী মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদ্রাসার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইরাদত আলী।
মাদ্রাসার সভাপতি মোঃ আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে রাজবাড়ী ডিবি’র ইন্সপেক্টর মোঃ কামাল হোসেন ভুইয়া ও জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীবসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীগণ, এলাকাবাসী এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠানে পৌর কাউন্সিলর আলমগীর শেখ তিতু তার বক্তব্যে বলেন, ৭০ বছর যাবৎ এই রহিমুন্নেছা মাদ্রাসা ও জমি অবৈধ দখলদারদের দখলে ছিল। আজ মাদ্রাসটি দখলমুক্ত করেছেন জননেতা কাজী ইরাদত আলী। তিনি সহযোগিতা না করলে হলে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা এই মাদ্রাসার জমি উদ্ধার করা যেত না। এই মাদ্রাসাটি হবে কাজী ইরাদত আলীর জন্য একটি জান্নাত।
উদ্বোধন শেষে ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন ভাজনচালা মাদ্রাসার শিক্ষক ও রহিমুন্নেছা মাদ্রাসা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আলাউদ্দিন। এলাকার সহস্রাধিক মানুষ ইফতারে অংশগ্রহণ করে।