বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর তিতু’র আয়োজনে রহিমুন্নেছা সিনিয়র হাফিজিয়া কওমী মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

  • আপডেট সময় শনিবার, ২ জুন, ২০১৮

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা আলমগীর শেখ তিতু’র আয়োজনে গতকাল ১লা জুন বিকালে রহিমুন্নেছা সিনিয়র হাফিজিয়া কওমী মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদ্রাসার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইরাদত আলী।
মাদ্রাসার সভাপতি মোঃ আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে রাজবাড়ী ডিবি’র ইন্সপেক্টর মোঃ কামাল হোসেন ভুইয়া ও জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীবসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীগণ, এলাকাবাসী এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠানে পৌর কাউন্সিলর আলমগীর শেখ তিতু তার বক্তব্যে বলেন, ৭০ বছর যাবৎ এই রহিমুন্নেছা মাদ্রাসা ও জমি অবৈধ দখলদারদের দখলে ছিল। আজ মাদ্রাসটি দখলমুক্ত করেছেন জননেতা কাজী ইরাদত আলী। তিনি সহযোগিতা না করলে হলে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা এই মাদ্রাসার জমি উদ্ধার করা যেত না। এই মাদ্রাসাটি হবে কাজী ইরাদত আলীর জন্য একটি জান্নাত।
উদ্বোধন শেষে ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন ভাজনচালা মাদ্রাসার শিক্ষক ও রহিমুন্নেছা মাদ্রাসা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আলাউদ্দিন। এলাকার সহস্রাধিক মানুষ ইফতারে অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!