বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

এতিম শিশুদের সাথে ইফতার ও নৈশভোজের মধ্য দিয়ে রাজবাড়ীতে বিসিএস ৩৪তম ব্যাচের ২বছরপূর্তি উদযাপিত

  • আপডেট সময় শনিবার, ২ জুন, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলায় বিভিন্ন সরকারী দপ্তরে কর্মরত বিসিএস ৩৪তম ব্যাচের কর্মকর্তাদের দুই বছরপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ১লা জুন সন্ধ্যায় আবুল হোসেন ট্রাস্টের এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানে এতিম শিশুদের সাথে ইফতার করেন রাজবাড়ী জেলায় কর্মরত ৩৪তম বিসিএস ক্যাডারের কর্মকর্তাবৃন্দ।
এরপর দুই বছরপূর্তি উপলক্ষে ট্রাস্টের এতিম শিশুদের হাত দিয়ে কেক কাটা হয় এবং শিশুদের মুখে কেক তুলে দেয়া হয়। পরে তারা সেখানকার শিশুদের সাথে নৈশভোজ অনুষ্ঠিত হয়। ট্রাস্টের শিশুরা গান পরিবেশন করে ও হাসি-আনন্দে মেতে ওঠে।
এ সময় কর্মকর্তাগণ পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সরকারী সেবা আরও আন্তরিকতার সাথে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি মোঃ তৌহিদুল ইসলাম, আরডিসি সাদীয়া শাহনাজ খানম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, ডাঃ পলাশ সিকদার, প্রভাষক মোঃ নাজির হোসন, প্রভাষক শিপন আলম, প্রভাষক সুরজিত চক্রবর্তী, প্রভাষক রওশন আরা পারভেজসহ তাদের পরিবারের সদস্যবৃন্দ, অতিথিগণ ও ট্রাস্টের শিশুরা অংশগ্রহণ করে।
উল্লেখ্য, ২০১৬ সালের ১লা জুন বিসিএস ৩৪তম ব্যাচের কর্মকর্তাগণ সরকারী চাকরীতে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!