॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর খেয়া ঘাট এলাকায় গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল ৩১শে মে বিকালে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম মাসুম রেজা এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উচ্চমান সহকারী এস.এম আসলাম জানান, জঙ্গল ইউনিয়নের সমাধিনগর খেয়া ঘাট এলাকায় গড়াই নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, গড়াই ও চন্দনা নদীসহ যে কোন সরকারী জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।