॥আবুল হোসেন॥ মাদকের হাট হিসেবে পরিচিত রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট যৌনপল্লী সংলগ্ন পোড়াভিটা এলাকায় গতকাল বুধবার দুপুরে থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় ঘটনাস্থল থেকে এক নারীসহ ১৫জন মাদকসেবীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৪জনকে ৬মাস করে ও নারী সেবনকারীকে ৭মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোয়ালন্দের সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী হাকিম শেখ মোঃ আব্দুল্লাহ সাদীদ।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ জানান, মাদকের হাট হিসেবে পরিচিত দৌলতদিয়ার পোড়াভিটা এলাকায় গতকাল বুধবার দুপুর থেকে রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমের নেতৃত্বে তিনি অভিযান পরিচালনা করেন। এ সময় পোড়াভিটা এলাকা থেকে প্রায় ১২০০ গ্রাম গাঁজা, কিছু ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জমাসহ মোট ১৫জন মাদকসবেীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো শাহীন শেখ(৩৫), মনিরুল(৩০), ইউনুস(৪০), কাশেম ফকির(৩৮), আনিসুর(৩৯), জাহিদ(৩০), রনি শেখ(২৫), ওসমান(৩০), সাগর(৩২), বিজয় কুন্ডু(৪৪), জামান(৩৯), রেজাউল(৩২), তুষার(২৬), ভবদিশ(৩৮) এদেরকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আব্দুল্লাহ সাদীদ ৬মাস করে এবং বিথী আক্তার(৩০) নামের নারী মাদকসেবীকে ৭মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে তাদেরকে রাজবাড়ী জেলা কারাগারে প্রেরণ করা হয়।
এরআগে মঙ্গলবার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালত যৌথ অভিযান চালিয়ে একই এলাকা থেকে আরো ৮জন মাদকসেবীকে ২৫টি ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।
পরে তাদের প্রত্যেককে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) শেখ মোঃ আব্দুল্লাহ সাদীদ। গ্রেপ্তারকৃতরা হলো ঃ ইমান আলী, ইমদাদুল, ফরহাদ, ইসলাম, আব্বাস, শফিকুল, সেলিম ও রানী আক্তার। এদের প্রত্যেকের বাড়ি রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলায়।
গোয়ালন্দ থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ আরো জানান, রাজবাড়ী পুলিশ লাইন থেকে অতিরিক্ত ফোর্স এনে এ অভিযান পরিচালনা করা হয়। আগামীতেও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।