॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ২৯শে মে বেলা ১১টায় মিজানপুর ইউনিয়নের বাগমারা শহীদ লেঃ ডাঃ নুরুল ইমাম বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ‘খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প-২য় পর্যায়’ এর আওতায় মিনিকম্বাইন হারভেস্টার মেশিনের মাধ্যমে শস্য কর্তনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক(পিপি) মুনিরুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন সেখ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক, জেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ও ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি মোঃ আবুল হোসেন, মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান ও বরাট ইউনিয়ন পরিষদের মনিরুজ্জামান সালাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থপনা করেন উপ-সহকারী অফিসার মানিক কুমার দাস।
এ সময় মিজানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির উদ্দিন সিকদার বাবলু, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মাহফুজ মিয়া, মোঃ হাফিজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের শেষে মিনিকম্বাইন হারভেস্টার মেশিনের সাহায্যে শস্য(ধান) কর্তনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
কৃষি কর্মকর্তারা জানান, এই মিনিকম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে দ্রুত শস্য কর্তন, মাড়াই ও বস্তাভর্তি করা যায়। প্রতিটি মেশিনের দাম ১২ লাখ টাকা। সরকার খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৩০% ভর্তুকি দিয়ে থাকে। কিস্তিতেও যন্ত্রটি ক্রয়ের সুযোগ রয়েছে। এটি দিয়ে প্রতিদিন ১৫ থেকে ২০ একর জমির ধান কাটা যায়। কয়েকজন মিলে গ্রুপ করে যন্ত্রটি কিনলে কৃষকদের লাভবান হওয়া সম্ভব।