॥তনু সিকদার সবুজ॥ ওজনে কম দেয়া ও পঁচা-বাসি মাংস বিক্রির দায়ে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারের ৪জন ব্যবসায়ীকে ১৪হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল ২৯শে দুপুরে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তায়েব-উর-রহমান আশিক এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযানকালে ওজনে কম দেয়ায় বহরপুর বাজারের পেঁয়াজের আড়তদার নীরব ট্রেডার্সকে ৩হাজার ৫শত টাকা, আরেকজন পেঁয়াজের আড়তদার আশরাফুল ইসলামকে ৫হাজার টাকা, মুরগী বিক্রেতা বাদল সেখকে ১হাজার টাকা এবং পঁচা-বাসি মাংস বিক্রির দায়ে বিক্রেতা মুসা শেখকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অভিযানের সময় মুসা শেখের দোকান থেকে ২মন গরুর পঁচা-বাসি মাংস জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করে মাটিচাপা দেয়া হয় এবং মুরগীর দোকান থেকে ৩০পিস মুরগী জব্দ করে স্থানীয় এতিমখানায় প্রদান করা হয়।
অভিযানকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম, জেলা স্যানিটেশন ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক ও বালিয়াকান্দি উপজেলা স্যানিটেশন ইন্সপেক্টর মোঃ পনিরুজ্জামান পনির উপস্থিত ছিলেন। পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে।