॥কালুখালী প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে সাপ্তাহিক স্রোত পত্রিকার আঞ্চলিক অফিসে গত ২৬শে মে বিকালে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পত্রিকার সম্পাদক মোঃ জুলফিকার আলীর সভাপতিত্বে ইফতার মাহফিলে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার খোন্দকার সফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি উরমান মন্ডল, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম(শাহ আজিজ), যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেন, অর্থ সম্পাদক খোন্দকার আকরামুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক লিটন হোসেন, প্রচার সম্পাদক রুহুল আমিন, যুগ্ম-প্রচার সম্পাদক সুজন জোয়ার্দ্দার, নির্বাহী সদস্য কাজী ফারুক, মাসুদ শিকদার, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ সাইদুর রহমান, আল আমিন, সেলিম মিয়া, সিরাজুল ইসলাম, রেদোয়ান আহমেদ নিঝুম, ব্যবসায়ী ওহিদুর রহমান খান, লিটন হোসেন, নয়ন, মামুন, আয়ুব আলী মোল্লা, মান্নান মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাঁচটিকরী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আলী আশরাফ।