রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১০ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

আন্তর্জাতিক সমুদ্র মহড়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে নৌ বাহিনী যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’

  • আপডেট সময় শুক্রবার, ২৫ মে, ২০১৮

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সমুদ্র মহড়া “3rd Multilateral Naval Exercise Komodo (MNEK-2018)” তে অংশগ্রহণ শেষে নৌ বাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ গতকাল ২৪শে মে সকালে চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছায়। এ সময় নৌ বাহিনীর প্রচলিত প্রথা অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে স্বাগত জানায়।
উক্ত সময় কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল এম আশরাফুল হক, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসিসহ স্থানীয় উচ্চপদস্থ নৌ কর্মকর্তা এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
গত ৪ঠা হতে ৯ই মে ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমুদ্র মহড়ায় নৌ বাহিনী যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে।
উক্ত মহড়ায় সহকারী নৌ বাহিনী প্রধান(পার্সোনেল) রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল,(ট্যাজ), এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি অংশগ্রহণ করেন। তাছাড়া অধিনায়ক ক্যাপ্টেন এম.মনিরুজ্জামান, (ট্যাজ), পিএসসি, বিএন এর নেতৃত্বে সর্বমোট ২৬৯জন উক্ত নৌ মহড়ায় যোগদান করে। জাহাজটি যাত্রাপথে গত ২৪ হতে ২৭শে এপ্রিল মালয়েশিয়ার পোর্ট ক্লাং-এ এবং দেশে ফেরার পথে ১৬ হতে ২০শে মে থাইল্যান্ডের ফুকেট বন্দরে শুভেচ্ছা সফরে গমন করে।
নৌ বাহিনী যুদ্ধ জাহাজের এ ধরণের মহড়ায় অংশগ্রহণ বহিঃর্বিশ্বে দেশের সুনাম বৃদ্ধির পাশাপাশি বহুপাক্ষিক সু-সম্পর্ক জোরদার করবে বলে আশা করা যায়। উল্লেখ্য, উক্ত মহড়ায় অংশ নিতে বাংলাদেশ নৌ বাহিনী যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ গত ১৮ই এপ্রিল বাংলাদেশ ত্যাগ করে -আইএসপিআর।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!