শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ঈদে যাত্রীদের চলাচল নির্বিঘœ ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সার্বক্ষণিক নজরদারী থাকবে — পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি

  • আপডেট সময় সোমবার, ২১ মে, ২০১৮

॥দেবাশীষ বিশ্বাস॥ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে পরিবহন সেক্টরের বাস, ট্রাক, মাইক্রোবাস, থ্রি-হুইলার, লঞ্চ মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে রাজবাড়ীর পুলিশ সুপারের মতবিনিময় সভা গতকাল ২০শে মে সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-সেবা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ রেজাউল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার(সদর) মোঃ আছাদুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে.বি.এম সাদ্দাম হোসেন, বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) মোঃ শফিকুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ গোলাম কাদীর, সদর থানার ওসি মোঃ তারিক কামাল, ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল রঞ্জন দাস, মোঃ আছাদুজ্জামান, নাজমুল হাসান, ইন্সপেক্টর কাজী জিল্লুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ, ইন্সপেক্টর মোঃ আছাদুজ্জামান, ডিআইও-১ মোঃ জহিরুল ইসলাম, বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুরাদ হাসান, সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, জেলা ট্রাক মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক দিদারুল আলম হিরু, গোয়ালন্দ বিদ্যুৎ সরবরাহ বিভাগের কর্মকর্তা শাহরিয়ার কবির, ডিজেল চালিত আটোরিক্সা ও অটোটেম্পু মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, মাহিন্দ্র মালিক সমিতির সভাপতি আকবর ফকির, সাধারণ সম্পাদক ফজলু মোল্যা, রাজবাড়ী পৌরসভার অটোরিক্সা পার্কিং ইজারাদার ইলিয়াস চৌধুরী রাব্বী, বিআইডব্লিটিএ’র সমন্বয় কর্মকর্তা বেলায়েত হোসেন, সহকারী পরিচালক ফরিদুল ইসলাম,, উপ-সহকারী প্রকৌশলী শাহ আলম, দৌলতদিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার মোহাম্মদ আলী মোল্যা, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি ঈদের সময় যাত্রীদের চলাচল নির্বিঘœ ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরে বলেন, ঈদে দৌলতদিয়া ঘাটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। কোন অবস্থাতেই যাতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় সে ব্যাপারে পুলিশের সার্বক্ষণিক নজরদারী থাকবে। দৌলতদিয়া ঘাটের বিদ্যমান সমস্যা দীর্ঘদিনের, তাই রাতারাতি সব সমস্যা দূর করা সম্ভব নয়। ইতিমধ্যে দৌলতদিয়া বাস টার্মিনাল দখলমুক্ত করেছি। সিসি ক্যামেরা সচল রাখার জন্য কাজ করে যাচ্ছি।
দৌলতদিয়া ঘাটে একটি পূর্ণাঙ্গ টার্মিনাল নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, এখান দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেকগুলো জেলার যাত্রী ও যানবাহন চলাচল করে। ঈদের সময় সেখানে অত্যাধিক চাপ পড়ে, বিশেষ করে লঞ্চযাত্রীরা বেশী ভোগান্তিতে পড়ে। ওজন স্কেলের ধীরগতি নিয়ে তিনি সেখানে কর্মরতদের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও তিনি দৌলতদিয়া ঘাটের ফুটপাত দখলমুক্ত করার জন্য গোয়ালন্দ ঘাট থানার ওসিকে নির্দেশ দেন এবং ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা গ্রহণের বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
দিনের বেলায় রাজবাড়ী শহরে বালুবাহী ট্রাক চলাচলের ব্যাপারে পুলিশ সুপারের সহায়তা কামনা করে ট্রাক মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক দিদারুল আলম হিরুর বক্তব্যের বিষয়ে তিনি বলেন, আপনাদের ট্রাকের তালিকা পুলিশের কাছে জমা দিবেন। পুলিশ যাচাই-বাছাই করে দেখবে ট্রাকের জন্য বিকল্প কোন ব্যবস্থা গ্রহণ করা যায় কি না।
রাজবাড়ীতে অটোরিক্সার ভাড়া বৃদ্ধির বিষয়ে পৌরসভার অটোরিক্সা পার্কিং ইজারাদার ইলিয়াস চৌধুরী রাব্বীর বক্তব্যের বিষয়ে পুলিশ সুপার বলেন, কোন অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় করতে দেয়া হবে না। অবৈধ পার্কিং নিয়ে রাস্তায় যানজট পুলিশ বরদাস্ত করবে না। পৌর কর্তৃপক্ষের কাছ থেকে ইজারা গ্রহণ করেছেন, কাজেই তাদের কাছ থেকে পার্কিংয়ের জায়গা বুঝে নেবেন। কোন অবস্থাতেই রাস্তায় যানজট সৃষ্টি করা যাবে না।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) মোঃ শফিকুল ইসলাম সভায় জানান, এবারের ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৯টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হবে। ঈদের ৭/৮ দিন পূর্বে ফেরীর বহরে আরো ৩টি ফেরী যুক্ত হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!